করোনা ভ্যাকসিন আমাদের শরীরে কতদিন কার্যকর থাকবে?
এখন পর্যন্ত বিশ্বে ২২টি অনুমোদিত ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে। ইতিমধ্যে ৬ বিলিয়নেরও বেশি টিকা প্রয়োগ হয়েছে।
ভ্যাকসিনের গবেষণা
সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে এমন টিকাগুলোর মধ্যে ফাইজার-বায়োএনটেক, মডার্না আর অ্যাস্ট্রা-জেনেকার নাম প্রথমে চলে আসে। গবেষণার প্রধান বিষয় এই তিনটি ভ্যাকসিনকে ঘিরে। মনে রাখতে হবে ভ্যাকসিন শুধুমাত্র রোগের তীব্রতা কমিয়ে দিতে পারে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে না।
গবেষণার ফলাফল
প্রচলিত কয়েকটি ভ্যাক্সিনের মধ্যে চালানো তুলনামূলক গবেষণায় প্রাপ্ত ফলাফল-
• ফাইজার আর মডার্নার টিকার প্রাথমিকভাবে কার্যকারিতা থাকে প্রায় ৯৫ শতাংশ। আট মাস পর কমে গেলেও ৫০ শতাংশের নিচে নামেনি।
• রাশিয়ার স্পুটনিক এর ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা প্রায় সাত মাস পর ৫০ শতাংশে নেমে আসে।
• ভারত বায়োটেকের ভ্যাক্সিন ৫০ শতাংশ কার্যক্ষমতা ধরে রাখে প্রায় পাঁচ মাস।
• জনসনের টিকা দুই মাসেরও কম সময়ে সুরক্ষার ক্ষমতা কমে আসে ৫০ শতাংশে।
• সিনোফার্মের ক্ষেত্রে প্রাথমিক কার্যকারিতাই ৫০ শতাংশের মতো থাকে।
ভ্যাকসিন এর কার্যকারিতা বৃদ্ধির উপায়
সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর বুস্টার ডোজ দেয়া যেতে পারে। কিভাবে ভ্যাকসিনগুলোর কার্যকারিতা আরও বাড়ানো যায় এ নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। যদিও কিছু সময় পর ভ্যাকসিনের অকার্যকর হয়ে যায়। তারপরও যেহেতু এগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে কোভিড চেনার জন্য। তাই আমাদের এন্টিবডি ভাইরাসকে চিনে ফেলবে এবং কার্যকর সুরক্ষা দেবে।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড টফামের মতে, যারা টিকাপ্রাপ্ত তাদের ক্ষেত্রে করোনা সংক্রমণ সাধারণ সর্দিকাশির মতো কিছুতে পরিণত হবে।
তথ্যসূত্রঃ
- Bever, L. (2021). How long will the coronavirus vaccines protect you? Experts weigh in.
- COVID-19 Critical Intelligence Unit: COVID-19 vaccines in Australia
- Andrews N, Tessier E, Stowe J, et al. Vaccine effectiveness and duration of protection of Comirnaty, Vaxzevria and Spikevax against mild and severe COVID-19 in the UK 2021
- Sara Y Tartof et al. (2021). Effectiveness of mRNA BNT162b2 COVID-19 vaccine up to 6 months in a large integrated health system in the USA: a retrospective cohort study. Lancet.
- Herper, M. (2021). Johnson & Johnson says additional dose boosts Covid vaccine efficacy:
- Pflugho, A. (2021) How effective is the Sinovac vaccine?
- Khoury, D.S., Cromer, D., Reynaldi, A. et al.Neutralizing antibody levels are highly predictive of immune protection from symptomatic SARS-CoV-2 infection. Nat Med27, 1205–1211