সাইন আপ করুন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে admin@addabuzz.net ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন।

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

AddaBuzz.net Latest Articles

অনলাইনে আনলিমিটেড টাকা ইনকাম করার ১০টি সহজ উপায়

অনলাইনে আনলিমিটেড টাকা ইনকাম করার ১০টি সহজ উপায়

অনলাইনে ইনকাম এর বিষয়টি বর্তমানে অনেকের মনোযোগ আকর্ষণ করছে। কারন এখন অনলাইন থেকেই অনেকে তাদের পূর্ণাঙ্গ বা অংশকালীন জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশের যুবক-যুবতীরা বিশেষ করে এই অনলাইন প্লাটফর্মগুলো থেকে টাকা কাজে লাগিয়েছে।

তবে অনেকেই অনলাইনে ইনকাম করার সঠিক উপায় জানে না। আর অনেকে জানে তবে করতে পারে না। এই লেখায় আমরা তুলে ধরব অনলাইনে ইনকাম করার ১০টি সহজ উপায়। যা দ্রুত আয় করার সুযোগ দেবে আপনাকে। এছাড়াও এগুলো করা যাবে অনেক সহজেই।

অনলাইনে ইনকাম করার ১০টি সহজ উপায়

১. ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে বিভিন্ন কাজ করে টাকা করা। যেমন- লেখা, ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি। ফ্রিল্যান্সিং করতে হলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে রেজিষ্ট্রেশন করতে হবে। যেমন- ফাইভার, আপওয়ার্ক ইত্যাদি। এখানে প্রতিটি জবে প্রতি ঘন্টা/দিনে ৫০-১০০ ডলার পর্যন্ত আয় করা যায়।

অনলাইনে ইনকাম করার সহজ উপায়” এই ট্যাগলাইন দিয়ে আপনি অনেক কাজ পাবেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে। যাতে দ্রুত কাজ পেতে পারেন এবং অনলিমিটেড আয় করতে পারেন।

২. ইউটিউব ভিডিও তৈরি

ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করা যায়। যাতে ইউটিউব ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট থাকে। এছাড়া ভিডিওতে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েও আয় করা যায়। বিভিন্ন দেশ থেকে ভিউয়ের উপর ভিত্তি করে ইউটিউব প্রতি ১,০০০ ভিউতে আপনাকে ১ ডলার থেকে ২৫ ডলার পর্যন্ত দিয়ে থাকে।

৩. অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের লিঙ্ক দিয়ে কমিশন কাজে লাগানো যায়। যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদিতে অ্যাফিলিয়েট হয়ে অনেকেই টাকা করছে।

৪. ই-কমার্স কাজ

বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্ট বেচে কমিশন কাজে লাগানো যায়। উপাহার সামগ্রী বিক্রি করেও আয় করা যায়।

৫. অনলাইন টিউটরিং

যেকোন বিষয়ে অনলাইনে টিউটরিং দিয়ে আয় করা যায়। যেমন ইংরেজি, গণিত, কম্পিউটার ইত্যাদি। ফেসবুক, ইনসটাগ্রাম ইত্যাদি নেটওয়ার্ক ব্যবহার করে টিউটরিং ক্লাস স্ট্রিমিং করে আয় করা যায়।

৬. সার্ভে পূরণ করে টাকা করা

বিভিন্ন কম্পানির জন্য সার্ভে পূরণ করে টাকা ইনকাম করা যায়। যেমন – সার্ভেমানকি, গ্লোবাল টেস্টমার্কেটে রেজিস্ট্রেশন করে অনেক পণ্য নিয়ে সার্ভে দিতে পারবেন। দিনে প্রায় ৫০-১০০ টাকা আয় করা যায়।

আরও অনেক উপায় রয়েছে অনলাইনে ইনকাম করার। যাতে দ্রুত অনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন। উপরে দেয়া ৬টি উপায়ের মাধ্যমে আপনি প্রতি মাসে ৫০,০০০-১,০০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এগুলোতে রেজিস্ট্রেশন ফ্রি থাকে। আপনার প্রথম কাজ হলো এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট তৈরি করা। এরপর আপনার প্রোফাইল প্রফেশনালভাবে সাজানো যেন দেখে মনেহয় আপনি কাজের জন্য একজন এক্সপার্ট। ধৈর্য নিয়ে কাজ করুন, দ্রুতই আপনার অনলাইন থেকে আয়ের ধারা বেড়ে যাবে। আশা করি এই লেখা আপনাকে সহায়তা করেছে ‘অনলাইনে ইনকাম’ এর বিষয়ে। তবে এখুনি শেষ নয়। আরও কিছু উপায় তুলে ধরছি।

৭. অনলাইন কোর্স তৈরি করে বিক্রি

কোর্সেরা এখন অনেক বিখ্যাত একটি নাম। আপনি যেকোন বিষয়ে কোর্স তৈরি করে Coursera, Udemy ইত্যাদি প্ল্যাটফর্মে সেটি বিক্রি করে টাকা আয় করতে পারেন।

৮. অনলাইন আর্টিকেল

বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, কোম্পানিগুলোর জন্য আর্টিকেল লিখে টাকা করা যায়।

৯. অনলাইনে প্রডাক্ট রিভিউ করে টাকা আয় করা

প্রডাক্ট নিয়ে ভিডিও বা লেখা করে আপনার ভিউ, মতামত ব্যক্ত করেও টাকা করা যায়।

১০. নিজের ওয়েবসাইট বা ই-কমার্স করে টাকা আয়

নিজের ওয়েবসাইট বা ই-কমার্স স্টোর তৈরি করে অন্যদের জন্য প্রডাক্ট বা সার্ভিস সেল করে আপনি আয় করতে পারেন।

উপরে দেয়া ১০টি উপায়ের মধ্যে যে কোনটা করেই আপনি দ্রুত অনলিমিটেড আয় করতে পারেন অনলাইনে।

তবে আমি অনেক বিষয়ে রেফারেন্স দেইনি। কারণ আমি চাই আপনি নিজেই আপনার আয়ের পথ খুঁজে বের করুন। আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনি যে কাজই করুন না কেন আপনাকে দক্ষতা বা স্কিল অর্জন করতে হবে। তা নাহলে টাকা হয়তো কিছুটা ইনকাম হবে কিন্তু তা আশানুরূপ হবে না।

এখন থেকেই শুরু করুন এবং আশাকরি খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার সফলতার গল্প শোনাবেন আমাকে!

আর্টিকেলটি শেয়ার করুন
aalan

অনুরুপ পোস্ট

মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে।