আমি আপনাদের Website এ ব্লগ লিখতে ইছুক। আমি কি করে ব্লগ লিখতে পারি।
আমি একজন website developer
আমার ব্লগ হলঃ
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ব্লগ লেখার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিচে সেগুলো আলোচনা করা হলো।
ইউনিক কন্টেন্ট লিখতে হবে
আপনি যা লিখবেন তা অবশ্যই অন্য কোথাও লেখা যাবে না। এমনকি আপনার লেখা যদি গুগল করা হয় তাহলে নেট দুনিয়ার কোথাও পাওয়া যাবে না।
নিজের কোন ব্লগ/ওয়েবসাইটের প্রমোশন করা যাবে না
নিজের কোন ব্লগ/ওয়েবসাইট প্রমোট করা যাবে না। ব্লগে কোন জায়গায় নিজস্ব ইউ আর এল দেয়া যাবে না। এমনকি ব্লগে ব্যবহৃত ছবিতেও কোনরুপ লিংক দেয়া যাবে না।
ব্লগ তথ্যবহুল হতে হবে
ব্লগ অবশ্যই তথ্যবহুল হতে হবে। যদি এমন হয় যে কম লিখেই একটি বিষয় বোঝানো সম্ভব হচ্ছে সেক্ষেত্রে কম লেখা যেতে পারে। তবে, কমপক্ষে ৫০০ শব্দ হলে ভালো হয়। বানানের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। একটি উন্নত ব্লগ অবশ্যই নির্ভুল হয়। ব্লগের বিষয়বস্তু অবশ্যই যৌক্তিক, সত্য এবং গ্রহণযোগ্য হতে হবে।
নির্ভরযোগ্য তথ্যসূত্র
যে বিষয় নিয়ে ব্লগ লেখা হচ্ছে তার নির্ভরযোগ্য সূত্র থাকতে হবে। ব্লগের মাঝে অথবা ফুটনোটে তথ্যসূত্র জুড়ে দেয়া যেতে পারে। কোন জাতীয়/আন্তর্জাতিক মিডিয়া অথবা জার্নাল এর আলোকে লেখা যেতে পারে কিন্তু কোনভাবেই তাদের লেখা কপি করা যাবে না। একাধিক রেফারেন্স থাকা বাঞ্ছনীয়।
অপ্রাসঙ্গিক, উস্কানিমুলক, যৌনতা ছড়ায় এমন লেখা
অবশ্যই বিষয়ভিত্তিক লিখতে হবে। কোনভাবেই অপ্রাসঙ্গিক এবং উস্কানিমুলক কথা লেখা যাবে না। কোন ধর্ম, জাতি, দেশ সম্পর্কে ব্যঙ্গাত্মক কথা লেখা যাবে না। কোন ব্যক্তির অসম্মান হয় অথবা কাউকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অসম্মান করে লেখা যাবে না। কোন প্রকার রাজনৈতিক মতাদর্শে আঘাত দেয়ার উদ্দেশ্যে লেখা যাবে না। অবশ্যই লেখা মার্জিত হতে হবে। উগ্রতা ছড়ায় এমন লেখা কঠিনভাবে নিষিদ্ধ। যৌনতা ছড়ায় বা কেউ যৌন হয়রানি হন এমন লেখা বা ছবি নিষিদ্ধ। তবে যৌন রোগ অথবা গবেষণাধর্মী মার্জিত লেখা এবং ছবি দেয়া যাবে।
উপরোক্ত বিষয়াদি মেনে আপনি আড্ডাবাজে ব্লগ লিখতে পারেন।
বি.দ্রঃ আমাদের ব্লগের এই নীতিমালা যেকোন সময় পরিবর্তন/পরিবর্ধন করার ক্ষমতা এডমিন রাখেন।
আপনি রাজি থাকলে কমেন্ট করে জানান।
ধন্যবাদ!
তা হলে আমার Profit কি হবে।
দুঃক্ষিত, আমরা ব্লগ লেখার জন্য কোন প্রকার অর্থ প্রদান করিনা। ব্লগ লেখার মাধ্যমে আপনি আড্ডাবাজে লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আর প্রতিটি লেখক আমাদের কাছে গুরুত্বপূর্ণ একজন এবং আমরা তাদের আমাদের সাইটের জন্য সেচ্ছাসেবী হিসেবে দেখি। ভবিষ্যতে যদি সুযোগ আসে তবে অবশ্যই লেখদের জন্য আমাদের অনেক কিছু করার পরিকল্পনা আছে।
আপনার উত্তরের জন্য ধন্যবাদ!