জীবনে দুশ্চিন্তামুক্ত থাকতে আর নিজেকে সবসময় ভালো রাখতে নিচের ৭ ধরণের মানুষকে সবসময় এড়িয়ে চলুন। যখন দেখবেন, কেউ নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। যখন দেখবেন, কেউ অন্যকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বক বক করে যাচ্ছে। যখন দেখবেন, কেউ নিজের অবস্থনকে আপনার অবস্থানের তুলনায় উচুতে রাখার জন্য মরিয়া হয়ে পরেছেন। যখনবিস্তারিত পড়ুন
জীবনে দুশ্চিন্তামুক্ত থাকতে আর নিজেকে সবসময় ভালো রাখতে নিচের ৭ ধরণের মানুষকে সবসময় এড়িয়ে চলুন।
- যখন দেখবেন, কেউ নিজের ঢোল নিজেই পেটাচ্ছে।
- যখন দেখবেন, কেউ অন্যকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বক বক করে যাচ্ছে।
- যখন দেখবেন, কেউ নিজের অবস্থনকে আপনার অবস্থানের তুলনায় উচুতে রাখার জন্য মরিয়া হয়ে পরেছেন।
- যখন দেখবেন, কেউ আপনার প্রশংসা করতে গিয়ে অনর্থক চাপা মারছেন।
- যখন দেখবেন, কেউ আপনার সামনে অন্যের সমালোচনা করছেন।
- যখন দেখবেন, কেউ ফ্রিতেই আপনাকে উপদেশ দিচ্ছেন।
- আর হ্যা, মোটিভেশন লেকচারগুলো যতটুকু পারা যায় এড়িয়ে চলুন। ঐ সময় অন্যকিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন। নিজেকে নিজেই মোটিভেট করার ক্ষমতা অর্জন করুন। কারণ দিনশেষে নিজেই নিজেকে সাহায্য করতে হয়।
ভালো থাকবেন!
সংক্ষেপে দেখুন
Thank You...
Thank You…
সংক্ষেপে দেখুন