মোবাইলের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার জন্য গুগল কিছু পরামর্শ দেয়। সেগুলো তুলে ধরছি। সাথে আরও কিছু যুক্ত করবো বোনাস হিসেবে। চলুন শুরু করা যাক। মোবাইলের চার্জ ধরে রাখার টিপস্ : ১. ফোনের ডিসপ্লে যেন তাড়াতাড়ি অফ হয় সেজন্য Screen timeout সর্বোচ্চ ১ মিনিট আর খুব ভালো হয় যদি ৩০ সেকেন্ড দিয়ে রাখেন। ২. ব্রাইটনেবিস্তারিত পড়ুন
মোবাইলের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার জন্য গুগল কিছু পরামর্শ দেয়। সেগুলো তুলে ধরছি। সাথে আরও কিছু যুক্ত করবো বোনাস হিসেবে। চলুন শুরু করা যাক।

মোবাইলের চার্জ ধরে রাখার টিপস্ :
১. ফোনের ডিসপ্লে যেন তাড়াতাড়ি অফ হয় সেজন্য Screen timeout সর্বোচ্চ ১ মিনিট আর খুব ভালো হয় যদি ৩০ সেকেন্ড দিয়ে রাখেন।
২. ব্রাইটনেস বা উজ্জ্বলতা ২০% এর মত রাখা ভাল। দিনের বেলা একটু বেশি রাখতে পারেন। তবে ৪০% এর উপরে রাখা ব্যাটারির ডিসচার্জ টাইম বাড়িয়ে দেয়। আপনি অটো ব্রাইটনেস করে রাখলে সবচেয়ে ভাল হয়।
৩. কীবোর্ড এর সাউন্ড এবং ভাইব্রেশন বন্ধ রাখুন।
৪. অব্যবহৃত একাউন্টগুলো বন্ধ রাখুন। যেমন, ইমেইল, ফেসবুক ইত্যাদি।
৫. ডার্ক থিম বা ডার্ক মোড (Dark Mode) ব্যবহার করুন। এতে অতিরিক্ত পাওয়ার খরচ কম হবে। অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের ফোনগুলোতে এটি অত্যন্ত কাজে দেয়।
বোনাস
আপনি Greenify অ্যাপ ইউজ করতে পারেন। এর মাধ্যমে অপ্রয়োজনীয় অ্যাপ যেগুলো গ্রাউন্ডে রানিং থাকে সেগুলো হাইবারনেট করে রাখতে পারবেন। এর ফলে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ একটিভিটি কমে যাবে এবং আপনার ব্যাটারি চার্জ আর ইন্টার্নেটের ডাটা বেঁচে যাবে। তবে ব্যাটারি বুস্টার নামে অনেক টুল প্লে স্টোরে পাবেন যেগুলো আপনার ব্যাটারি বুস্টের নামে আরও বিপদ ডেকে আনবে আর ব্যাটারি আরও দ্রুত চার্জ হারাতে থাকবে এবং মোবাইল স্লো হয়ে যাবে। সুতরাং এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন।
সংক্ষেপে দেখুন
একটি প্রযুক্তিগত মানুষিক সমস্যার নাম ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম (Phantom Vibration Syndrome)। আপনার ফোন পকেটে থাকা অবস্থায় কোন কল বা মেসেজ না আসা সত্বেও যদি মনে হয় অনবরত ভাইব্রেশন হচ্ছে আদতে কিছুই হচ্ছে না এটাকেই ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম বলে। মোবাইল ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৯৫ ভাগ মানুষই এইবিস্তারিত পড়ুন
একটি প্রযুক্তিগত মানুষিক সমস্যার নাম ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম (Phantom Vibration Syndrome)। আপনার ফোন পকেটে থাকা অবস্থায় কোন কল বা মেসেজ না আসা সত্বেও যদি মনে হয় অনবরত ভাইব্রেশন হচ্ছে আদতে কিছুই হচ্ছে না এটাকেই ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম বলে। মোবাইল ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৯৫ ভাগ মানুষই এই রোগে ভুগে থাকেন।
সংক্ষেপে দেখুন