হোমপেজ/উইন্ডোজ
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
প্রথমেই বলে রাখি প্রশ্নটি সঠিক নয়। দিন দিন লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললে, গত ৪-৫ বছরে (২০১৫-২০২০) আমার ল্যাপটপে লিনাক্স দেখেও ১০বিস্তারিত পড়ুন
প্রথমেই বলে রাখি প্রশ্নটি সঠিক নয়। দিন দিন লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললে, গত ৪-৫ বছরে (২০১৫-২০২০) আমার ল্যাপটপে লিনাক্স দেখেও ১০-১২ জন উইন্ডোজ বাদ দিয়েছে। যাকগে, প্রশ্নের উত্তরে আসা যাক। ব্যবহারকারী বলতে সাধারণ ব্যবহারকারী বোঝাতে চেয়েছেন তাই বুঝে নিয়ে উত্তর লিখলাম।
ফ্রী এবং নিরাপদ হওয়া সত্ত্বেও ব্যবহারকারীরা লিনাক্স ব্যবহার না করে উইন্ডোজ ব্যবহার করে কেন?
অনেকগুলো কারণ রয়েছে। প্রধান চারটি কারণ নিয়ে কথা বলা যেতে পারে। আরো কিছু কারণ অবশ্য আলোচনার মধ্যেই এসে যাবে।
১. শিক্ষা প্রতিষ্ঠানে উইন্ডোজ।
২. অফিস আদালতে উইন্ডোজ।
৩. গ্রাফিক ডিজাইন এ উইন্ডোজ।
৪. গেমসের ক্ষেত্রে উইন্ডোজ।
১. স্কুল-কলেজে উইন্ডোজ:
লক্ষ্য করে দেখুন আমাদের স্কুল-কলেজ কিংবা বিশ্ব বিদ্যালয়ে পরিধিতে যেখানে ছোট্ট শিশু থেকে শুরু করে ধারি যুবকদের পড়ানো হয়, সব ক্ষেত্রে সে শিক্ষাটা আসে উইন্ডোজের মাধ্যমে। দেখবেন ছাত্র ছাত্রীদের জন্য উইন্ডোজ সব সময়ই বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় উইন্ডোজের পক্ষ থেকে আমরা তাদের একটি ইমেইল এবং ক্লাউড স্টোরেজে এক টেরা বাইট পেয়েছিলাম। এরপর বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রেও শিক্ষার্থী দের জন্য বিশেষ সুবিধা বরাদ্দ থাকে। এবং উইন্ডোজ ব্যবহারকারী শিক্ষকগণও তাদের শিক্ষার্থীদের এটা ব্যবহারে অনুপ্রাণিত করেন। তো শিক্ষা জীবনের এত বছর একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করার পর অন্য অপারেটিং সিস্টেমে স্থানান্তরিত হবার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। এটা যে কতটা ক্ষতিকর তা আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। স্কুল কলেজে কোন সফটওয়্যারে যখন কেউ আসক্ত হয়ে যায়, যেমন মাইক্রোসফট অফিস, তো এটা ছাড়া সে কাজই করতে পারে না। সেক্ষেত্রে ভবিষ্যতে টাকা দিয়ে কিনে হলেও তাকে এটা ব্যবহার করতে হয়।
[আমাদের দেশে যদিও টাকা দিয়ে সফটওয়্যার কেনার কথা কেউ চিন্তাই করি না, কিন্তু দেশটা আর একটু উন্নত হলেই দেখা যাবে সব কিনতে হবে। উইন্ডোজে ফ্রি বলে কিছু নেই বললেই চলে। ]
২. অফিস আদালতে উইন্ডোজ:
স্কুল কলেজ থেকে উইন্ডোজের উপর দক্ষতা নিয়ে বের হয়ে যখন চাকরির দিগন্তে কেউ পা রাখে তখনও উইন্ডোজ এসে সামনে দাঁড়ায়। বিভিন্ন অফিস তাদের প্রয়োজন অনুযায়ী বেশ কিছু উইন্ডোজ সফটওয়্যারের ব্যবহার করে, তো সাধারণ চাকুরিজীবী রা কীভাবে আর অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করবে? উইন্ডোজ কেনার নাম করে সরকারি আমলারা কোটি কোটি টাকা লোপাটের সুযোগ তো আর লিনাক্স ব্যবহার করলে পাবে না। এটিও একটি কারণ।
৩. গ্রাফিক ডিজাইন এ উইন্ডোজ:
ফটোশপ এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য এডোবির বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যা উইন্ডোজে জন্য বিখ্যাত। এবং ফ্রি ল্যান্সিং এর জগতে অনেক ক্রেতা উল্লেখ করে দেয় তার কাজটি কোন সফটওয়্যার দিয়ে করতে হবে, সেক্ষেত্রে দেখা যায় উইন্ডোজ ব্যবহার করা টা বেশ প্রয়োজনীয় হয়ে যায়!
৪. গেমসের ক্ষেত্রে উইন্ডোজ
বহুল প্রচলিত বিষয়, উইন্ডোজ হল গেমারদের স্বর্গরাজ্য। যদিও সম্পূর্ণ সঠিক নয়, তবে খুব বেশি মিথ্যাও নয়। বিভিন্ন ডেভেলাপেরা উইন্ডোজের কথা চিন্তা করেই গেম বানায়। তো গেমারদের উইন্ডোজ ব্যবহার করাটা অনস্বীকার্য হয়ে যায়!
উপসংহার: উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, যাই বলিনা কেন। অপারেটিং সিস্টেমের কাজ শুধু হার্ডওয়ার বা কম্পিউটারের মূল সত্তাকে অপারেট করা এবং বিভিন্ন সফটওয়্যার কে পরিচালনা করা। আর যাবতীয় কাজ করে থাকে সফটওয়্যার। যেমন ধরুন “শেয়ার ইট”, এটা দিয়ে মোবাইল ফোনে বিভিন্ন ফাইল আদান প্রদান করা হয়। তো উইন্ডোজে এই শেয়ারইট সফটওয়্যারটি পেয়ে যাবেন অবলীয়ায়, কিন্তু লিনাক্সে পাবেন না। হ্যাঁ, একই কাজের জন্য অন্য নামে অন্য কোন সফটওয়্যার অবশ্যই পাবেন।
আর সাধারণ ব্যবহারকারীরা এ ঝামেলা পছন্দ করে না। তারা সবাই যা ব্যবহার করে তাই ব্যবহার করতে চায়। তাই তারা উইন্ডোজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আবার কম্পিউটার কেনার সময় বিক্রেতা প্রতিষ্ঠান বিনামূল্যে উইন্ডোজ ইনস্টল করে দেয়। আবার যেহেতু লিনাক্সের অনেক আগে থেকেই উইন্ডোজ প্রচলিত এবং জনপ্রিয়তা পেয়েছে, তাই অধিকাংশ পিসিতে উইন্ডোজ দেখা যায়, আর এটাতে কোন সমস্যা হলে অনেক বেশি পরিমাণে সহায়তা পাওয়া যায় বন্ধুদের কাছ থেকে, যা লিনাক্সে পাওয়া যায় না। সমস্যা হলে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে নিজেকেই সমাধান করতে হয়। আর এই সমস্যা সমাধানের মানসিকতাই অনেকের মধ্যে থাকে না। তাদের উইন্ডোজ ব্যবহার করা ছাড়া অন্য কোন উপায়ও নেই!
সূত্রঃ ইন্টারনেট
সংক্ষেপে দেখুন