হোমপেজ/এন্টিভাইরাস সফটওয়্যার
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ভাইরাস ও এন্টিভাইরাস কি : এন্টিভাইরাস মুলত একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা এক বা একাধিক ডিভাইসকে (কম্পিউটার, মোবাইল) ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। আর পিসি বা মোবাইলে যে প্রোগ্রাম বা সফটওয়্যার ক্ষতি সাধন করে সেগুলোকে ভাইরাস বলা হয়। ভাইরাস সাধারণত প্রয়োজনীয় ফাইল ডিলিট করে অথবা ব্যক্তিগত তথ্য (যেমবিস্তারিত পড়ুন
ভাইরাস ও এন্টিভাইরাস কি :
এন্টিভাইরাস মুলত একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা এক বা একাধিক ডিভাইসকে (কম্পিউটার, মোবাইল) ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। আর পিসি বা মোবাইলে যে প্রোগ্রাম বা সফটওয়্যার ক্ষতি সাধন করে সেগুলোকে ভাইরাস বলা হয়। ভাইরাস সাধারণত প্রয়োজনীয় ফাইল ডিলিট করে অথবা ব্যক্তিগত তথ্য (যেমন, পাসওয়ার্ড, ব্যাংক ইনফরমেশন ইত্যাদি) চুরি করে, আবার সফটওয়্যার এমনকি হার্ডওয়্যার অচল করে দেয়। এরকম বিভিন্ন পন্থায় ক্ষতি করে।
জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার :
সারা বিশ্বে জনপ্রিয়তার উপর ভিত্তি করে কিছু এন্টিভাইরাসের রেটিং নিচে দেয়া হলো।
Rating: 9.9
Rating: 9.8
Rating: 9.1
Rating: 8.8
Rating: 8.4
Rating: 8.2
Rating: 7.9
Rating: 7.6
Rating: 7.3
এন্টিভাইরাস কতটা জরুরী :
এন্টিভাইরাস অবশ্যই জরুরী তবে, যদি তা সিস্টেমের পার্ফরমেন্স দুর্বল করে তোলে তাহলে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। আমার মতে উইন্ডোজের (Windows 10,11) নিজস্ব যে Virus & Threat Protection এবং Firewall & Network Protection আছে সেটা একটিভ রাখা আর উইন্ডোজ আপডেট রাখাই যথেষ্ট। এতে পিসি স্লো হয়ে যাবেনা।
এছাড়াও আপনি নিজেই ডেটা সুরক্ষিত রাখতে পারেন কিছু একটিভিটি নজরে রাখতে পারলে। আপনার ইমেইলে কোন অপরিচিত মেইল আসলে সেটা ওপেন করা থেকে বিরত থাকুন। যদি ওপেন করেই ফেলেন তাহলে মেইলে দেয়া উষ্কানিমূলক লিংকে ক্লিক করবেন না। সাধারণত টাকা পয়সার প্রলোভন থাকে এসব মেইলে। আবার অশ্লীল ছবিসহ লিংক থাকে। প্লিজ ডাউনলোড না করে সোজা স্পাম ফোল্ডারে পাঠিয়ে দিন।
কেন আপনার এক্সট্রা এন্টিভাইরাস ইউজ করার দরকার নাই তার ব্যাখ্যা নিচে দিলাম।
এরপরও যদি আপনার মনেহয় থার্ডপার্টি এন্টিভাইরাস ইউজ করবেন, তাহলে আপনাকে ঠেকাবে কে! আপনার ইচ্ছা।
শুভকামনা
সংক্ষেপে দেখুন