হোমপেজ/কিছু প্রয়োজনীয় দোয়া
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
আমরা যারা মুসলমান তাদের আসলে অনেক কিছু মেনে চলতে হয় বিশেষ করে ইসলামিক তথ্য। ইসলামিক বিভিন্ন আদব-কায়দা, নিয়ম-কানুন মানতে হয়। কারণ, এগুলো মহান আল্লাহতায়ালার আদেশ। অন্যদিকে, আমাদের প্রিয় মহানবী (সাঃ) আমাদের জন্য জন্য এক উত্তম জীবন-বিধান রেখে গেছেন। ইসলামিক তথ্য হিসেবে এগুলো সারা বিশ্বে সমাদৃত। আমরা যখনবিস্তারিত পড়ুন
আমরা যারা মুসলমান তাদের আসলে অনেক কিছু মেনে চলতে হয় বিশেষ করে ইসলামিক তথ্য। ইসলামিক বিভিন্ন আদব-কায়দা, নিয়ম-কানুন মানতে হয়। কারণ, এগুলো মহান আল্লাহতায়ালার আদেশ।
অন্যদিকে, আমাদের প্রিয় মহানবী (সাঃ) আমাদের জন্য জন্য এক উত্তম জীবন-বিধান রেখে গেছেন। ইসলামিক তথ্য হিসেবে এগুলো সারা বিশ্বে সমাদৃত।
আমরা যখন যাই করি না কেন, যে কাজই করি না কেন – আমাদের অবশ্যই কোনো না কোনো দোয়া পড়তে হয়। আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা দোয়া রয়েছে।
আমরা আজ এসব ব্যাপারে জানবো। আশা করি, তথ্যগুলো সবার কাজে আসবে। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়:
ঘুমানোর পূর্বের দোয়া:
اَسْتَغْفِرُالله الَّذِىْ لآَ اِلَهَ اِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَاَ تُوْبُ اِلَيْه
আসতাগফিরুল লাহাল লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাই’য়ুল কাই’ইয়ু’মু ওয়া আতুবু ইলাহ।
রাসূলে পাক বলেছেন, যে ব্যাক্তি ঘুমাতে যাওয়ার আগে এই দোয়া তিনবার পড়ে ঘুমাবে সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে। (তিরমিজী শরীফ – খন্ড-২ পৃষ্ঠা-১৭৫)
ঘুম থেকে উঠার পরে দোয়া:
اَلْحَمْدُ للهِ الَّذِىْ اَحْىَ نَفْسِىْ بَعْدَ مَااَمَاتَهَا وَ اِلَيْهِ النُّشُوْرُ
আলহামদুলিল্লাহিল লাজি আহইয়া নাফছি বা’দা মা আমাতাহা ওয়া ইলাইহিন নুশুর।
রাসূল ঘুম থেকে উঠেই এই দোয়া পড়তেন। এই দোয়া পড়লে সারাদিন ভালো কাটবে। (তিরমিজী শরীফ – খন্ড-২ পৃষ্ঠা-১৭৮)
টয়লেটে যাওয়ার আগে দোয়া:
اَللَّهُمَّ اِ نِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবথি ওয়াল খাবায়ি’থ।
এই দোয়া পড়ে রাসূল টয়লেটে ঢুকতেন। টয়লেটে ঢুকার আগে এই দোয়া পড়তে বলেছেন। (বুখারী শরীফ – খন্ড-২, পৃষ্ঠা-৯৩৬)
ঘর থেকে বের হওয়ার সময় দোয়া:
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلىَ اللهِ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ ط
বিসমিল্লাহি তাওয়াক’কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কু’ওয়াতা ইল্লা বিল্লাহ।
রাসূল বলেছেন যে ব্যাক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বেরোবে সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে ও ইবলিশ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (তিরমিজী শরীফ – খন্ড-২ পৃষ্ঠা-১৮০)
ঋণ থেকে মুক্তির দোয়া:
اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلاَ لِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
আল্লাহুম্মা আকফিনি বি হালালিকা আ’ন হারামিকা আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা।
হযরত আলী (রাঃ) বলেছেন, যে ব্যাক্তি এই দোয়া পড়বে সে যদি পাহাড়ের সমানও দেনাগ্রস্থ হয়ে থাকে তবুও তার জন্য দেনা পরিশোধ সহজ করে দেয়া হবে। (তিরমিজী শরীফ – খন্ড-২ পৃষ্ঠা-১৯৫)
প্রাকৃতিক দূর্যোগ থেকে হেফাজতে থাকার দোয়া:
بِسْمِ اللهِ الَّذِىْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئٌ فِى اْلاَرْضِ وَ لاَ فِى السَّمَآءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর’রু মা’আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি’ই ওয়াহুয়া সামি’য়ুল আলিম।
রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দূর্যোগ থেকে হেফাজতে থাকবে। (তিরমিজী শরীফ – খন্ড-২ পৃষ্ঠা-১৭৩)
রোগ থেকে মুক্তির দোয়া:
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اِشْفِ اَ نْتَ الشَّافِىْ لاَ شَافِىْ اِلاَّ اَ نْتَ شِفَاءً لاَيُغَادِرُ سُقْمًا
আল্লাহুম্মা রাব্বান নাছি মুযহিবাল বাছি – ইশফি আনতা শাফি – লা শাফি ইল্লা আনতা শিফা’ন লা ইয়োগাদিরু সুকমা।
আনাস (রাঃ) বলেছেন, রাসূল (সাঃ) অসুস্থ ব্যাক্তিদের উপর এই দোয়া পড়ে ফু দিতেন। অসুস্থ ব্যাক্তি দ্রুত আরোগ্য লাভ করতো। (বুখারী শরীফ – খন্ড-২ পৃষ্ঠা-৮৫৫)
ব্যথা উপশমের দোয়া:
اَعُوْذُ بِعِزَّ ةِ اللهِ وَقُدْرَ تِهِ مِنْ شَرِّ مَااَجِدُ
আউযুবি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শার’রি মা আজিদু
হযরত উসমান (রাঃ) একবার ব্যাথার যন্ত্রনায় কাতড়াচ্ছিলেন। রাসূল বললেন, আপনি ডান হাত দিয়ে ব্যাথার স্থান বুলানোর সময় এই দোয়া সাতবার পড়ুন। ব্যাথা ধীরে ধীরে কমে যাবে। (সুনান আবু দাউদ – খন্ড-২ পৃষ্ঠা-৫৪৩)
পরিশেষে বলা যায়, ইসলামিক তথ্য হিসেবে উপরে যে দোয়াগুলোর কথা বলা হলো তা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং হয়তো আল্লাহতায়ালা উত্তম প্রতিদান দেবেন।
সংক্ষেপে দেখুন