হোমপেজ/কোন সুরার আয়াত
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
এটি কুরআনের কোনো আয়াত কিংবা তার অংশ নয়। এটি মানুষের বানানো ইস্তেগফার (ক্ষমা চাওয়ার বাক্য)। এর চেয়ে হাদীসে বর্ণিত ইস্তেগফারের বাক্য গুলো অর্থসহ পাঠ করা বেশী ভালো। যেমন: أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ، وَأَتُوبُ إِلَيْهِ তিরমিযি, কিতাবুত দাওয়াত, বাবিস্তারিত পড়ুন
এটি কুরআনের কোনো আয়াত কিংবা তার অংশ নয়। এটি মানুষের বানানো ইস্তেগফার (ক্ষমা চাওয়ার বাক্য)। এর চেয়ে হাদীসে বর্ণিত ইস্তেগফারের বাক্য গুলো অর্থসহ পাঠ করা বেশী ভালো। যেমন:
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ، وَأَتُوبُ إِلَيْهِ
তিরমিযি, কিতাবুত দাওয়াত, বাব-হাদ্দাসানা আবূ মূসা, হাদীস নং (৩৫৭৭); ইবনু সা‘দ (৭/৬৬); তাবরানী (৫/৮৯), হাদীস নং (৪৬৭০); আবূ দাউদ, আবওয়াবুল ভিতর, বাবুল ইস্তিগফার, হাদীস নং (১৫১৯); ইবনু আবি শায়বাহ (১০/২৯৯), আলবানী, সহীহ তিরমিযি, হাদীস নং (২৮৩১); “যে এটি বলবে তাকে ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে থাকে।” এবং সহীহ আবূ দাউদ, হাদীস নং (২৮৩১)
বা, শুধু আস্তাগফিরুল্লাহ أَسْتَغْفِرُ اللَّهَ
অথবা, শুধু আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাহ। أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
সংক্ষেপে দেখুন