কীভাবে এয়ারব্যাগ কাজ করে ১। যখন গাড়ি কোন কিছুর সাথে ধাক্কা খায় তখন খুব দ্রুত বেগে গাড়ির গতি কমে যায়। ২। অ্যাকসিলরোমিটার গতি পরিবর্তনের ব্যাপারটি নির্দিষ্ট করে ও তথ্য প্রেরণ করে। অ্যাকসিলরোমিটার হচ্ছে এক ধরনের ইলেকট্রোনিক চিপ যা গতির ত্বরণ পরিমাপ করে। ৩। যদি গাড়ির গতি ঠিকভাবে কমানো যায়, তাহলে অ্যাকসিবিস্তারিত পড়ুন
কীভাবে এয়ারব্যাগ কাজ করে
১। যখন গাড়ি কোন কিছুর সাথে ধাক্কা খায় তখন খুব দ্রুত বেগে গাড়ির গতি কমে যায়।
২। অ্যাকসিলরোমিটার গতি পরিবর্তনের ব্যাপারটি নির্দিষ্ট করে ও তথ্য প্রেরণ করে। অ্যাকসিলরোমিটার হচ্ছে এক ধরনের ইলেকট্রোনিক চিপ যা গতির ত্বরণ পরিমাপ করে।
৩। যদি গাড়ির গতি ঠিকভাবে কমানো যায়, তাহলে অ্যাকসিলরোমিটারের ট্রিগার, এয়ারব্যাগের সার্কিটকে দ্রুত কমায় । যা সাধারণ ব্রেকে অতটা শক্তি উৎপাদন সম্ভব হয়না।
৪। এয়ারব্যাগের সার্কিটটি তাপ উৎপাদনকারী কোন উপাদানের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করায়। টোস্টারের ভেতরে যেমন তার থাকে ঠিক তেমন তার এই বিদ্যুৎ প্রবাহের জন্য ব্যবহার করা হয়।
৫। তাপ উৎপাদনকারী উপাদানটি একটি রাসায়নিক বিস্ফোরন ঘটায়। পুরানো এয়ারব্যাগগুলোতে বিস্ফোরণের জন্য সোডিয়াম অ্যাজাইড ব্যবহার করা হতো। নতুন এয়ারব্যাগগুলোতে অন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
৬। যখন বিস্ফোরণ ঘটে তখন অনেক গ্যাস উৎপাদিত হয়। গ্যাসগুলো ক্ষতিকর নয়। সাধারণত নাইট্রোজেন বা অ্যার্গন গ্যাস উৎপাদিত হয়। আর সেই গ্যাসগুলো স্টিয়ারিং হুইলের পেছনে একটি নাইলনের ব্যাগে জমা হয়।
৭। যখন এয়ারব্যাগটি খুলতে শুরু করে, তখন প্লাস্টিকের কভারের ভেতরে গ্যাস জমা হয় আর ড্রাইভারের ঠিক সামনে যেখানে স্টিয়ারিং হুইল থাকে সেখানে ঢেকে ফেলে। আর এই ব্যাগটি খোলার জন্য এক ধরনের চকের গুড়া জাতীয় পদার্থ ব্যবহার করা হয় , যাতে সহজেই ব্যাগটি খোলে।
৮। সামনের দিকে চলার কারনে (গতির সূত্রানুযায়ী) ড্রাইভার ব্যাগটিকে বিপরীত দিকে ধাক্কা দেয়। এই ধাক্কার মাধ্যমে ব্যাগের ভেতরে থাকা গ্যাসটি ব্যাগটি ফুলে উঠে। তখন ব্যাগের চারপাশে থাকা ছোট ছিদ্র গুলোর মাধ্যমে সম্পূর্ণ ব্যাগটি বের হয়ে যায় । এবং যখন গাড়িটি থামে তখন সম্পূর্ণভাবে ব্যাগটি খুলে যায়।
সংক্ষেপে দেখুন
আপনার বিয়েতে গাড়ির সাজের জন্য আপনার দুটি অপশন থাকতে পারে। ১. পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব দ্বারা সাজিয়ে নেয়া ২. ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসের দ্বারা সাজিয়ে নেয়া এক্ষেত্রে আপনি যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কে দায়িত্ব দেন তাহলে তারা ফুলের দোকানদার কে দিয়ে কাজটি করিয়ে নিবে। তাই ডিজাইনের কোন ভবিস্তারিত পড়ুন
আপনার বিয়েতে গাড়ির সাজের জন্য আপনার দুটি অপশন থাকতে পারে।
১. পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব দ্বারা সাজিয়ে নেয়া
২. ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসের দ্বারা সাজিয়ে নেয়া
এক্ষেত্রে আপনি যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কে দায়িত্ব দেন তাহলে তারা ফুলের দোকানদার কে দিয়ে কাজটি করিয়ে নিবে। তাই ডিজাইনের কোন ভ্যারিয়েশন থাকবে না। সচরাচর যেমন ডিজাইন আমরা দেখি সেরকম হবে। কিন্তু আমার মতে যদি পরিবারের সদস্য বা আত্মীয় বা বন্ধুবান্ধব দ্বারা সাজিয়ে নেয়া যায় তাহলে আপনি একেবারে নিজের মত ডিজাইন করে ফেলতে পারেন। আমি আপনার সুবিধার্থে কিছু ডিজাইনের ছবি নিচে দিলাম।
আপনি এগুলো থেকে কিছুটা মডিফাই করে নিজের মত ডিজাইন করতে পারেন। আর এক্ষেত্রে খরচটাও কমে যাবে।
সংক্ষেপে দেখুন