ব্যক্তিগত আক্রোশ থেকে। কারণ এইলন মাস্ক একজন ধান্দাবাজ মানুষ! টুইটার কেনার ঘোষনা ও চুক্তি করে জাস্ট নিজেকে ও নিজেকে প্রতিষ্ঠানকে ভাইরাল করতে চেয়েছিলো এবং করছেও! কারণ সে পরবর্তীতে টুটা কেনা থেকে পল্টি মারে! তাই টুটারের সিইও পরাগ ও অন্যরা মিরে মাস্কের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা করে! ধুন্দর মাস্ক দেখেবিস্তারিত পড়ুন
ব্যক্তিগত আক্রোশ থেকে। কারণ এইলন মাস্ক একজন ধান্দাবাজ মানুষ! টুইটার কেনার ঘোষনা ও চুক্তি করে জাস্ট নিজেকে ও নিজেকে প্রতিষ্ঠানকে ভাইরাল করতে চেয়েছিলো এবং করছেও! কারণ সে পরবর্তীতে টুটা কেনা থেকে পল্টি মারে! তাই টুটারের সিইও পরাগ ও অন্যরা মিরে মাস্কের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা করে! ধুন্দর মাস্ক দেখে যে টুইটার না কিনলে সে কেসে হেরে যাবে আর সাথে জরিমানাও গুনতে হবে যেটা তার ও তার কোম্পানীর রেপুটেশনের জন্য খুবই খারাপ! তাই সে বাধ্য হয়ে টুইটার কেনে বা বলতে পারেন পরাগের কেসের জন্য সে টুইটার কিনতে বাধ্য হয়! আর এজন্য তাকে ১৩ বিলিওন ডলার ঋণও করতে হয়! তাই সে টুইটার কেনার পর সঙ্গে সঙ্গে পরাগসহ আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ফারায় করে…!!!
সংক্ষেপে দেখুন
টুইটারের নতুন লোগো ‘এক্স’ নতুন লোগো প্রকাশ করেছে টুইটার। এতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর 'এক্স' ফুটিয়ে তোলা হয়েছে। টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো আজ সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন লোগো উন্মোচন করেছেন। খবর আল-জাজিরারবিস্তারিত পড়ুন
টুইটারের নতুন লোগো ‘এক্স’
নতুন লোগো প্রকাশ করেছে টুইটার। এতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে। টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো আজ সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন লোগো উন্মোচন করেছেন। খবর আল-জাজিরার
ইয়াকারিনো এক টুইটে বলেন, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই।’ তিনি একইসঙ্গে সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর একটি ছবি দেন।
এর আগে মাস্ক রোববার টুইট করে জানান, তিনি টুইটারের লোগো বদলাতে চান এবং ‘সব পাখিদের’ বিদেয় করতে চান। এরপর তিনি জরিপ করে টুইটারের রঙ নীল থেকে কালোতে রূপান্তরের বিষয়ে তার ফলোয়ারদের অভিমত চান।
মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর ‘এক্স’ এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে।
এক্স ব্লুর (টুইটার) ভেরিফাইড ব্যবহারকারীরা এখন টুইটার থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। তবে এতে কিছু শর্ত প্রযোজ্য থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি এতে সরাসরি মেসেজ ও বিজ্ঞাপনের মতো সুবিধা যুক্ত করেছে। ইলন মাস্ক এক টুইট বার্তায় বলেন, ভেরিফাইড ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং প্ল্যাটফরমে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে এতে কিছু বিধি-নিষেধও আরোপ করা হয়েছে।
মাস্ক জানান, ভেরিফাইড ব্যবহারকারীরা তখনই ভিডিও ডাউনলোড করতে পারবেন, যখন ওই ভিডিওর পোস্টদাতা এটির অনুমোদন দেবেন।
যেভাবে ভিডিও ডাউনলোড করবেন : ভিডিও ফুলস্ক্রিন থাকার সময় উপরের ডানদিকে তিনটি ডট (…) এ ট্যাপ করুন। সেখানে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চলে আসবে।
ঘোষণায় আরও জানানো হয়, ‘ভেরিফাইড গ্রাহকরা অফলাইনে দেখার জন্য নির্দিষ্ট টুইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। নতুন কনন্টেট বানাতে এ ভিডিওগুলো রিমেক করতে পারেন।’
তবে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবে না বলেও জানিয়েছে টুইটার। এ সুবিধা পাওয়ার জন্য যারা টুইটারকে অর্থ প্রদান করেন তারা সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর বাকিদের তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে হবে। টুইটার তাদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এ পদ্ধতি চালু করেছে।