হোমপেজ/বেশিক্ষণ ধরে রাখার উপায়
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
চাইনিজ ফোন কোম্পানীগুলোর বদৌলতে স্মার্টফোন এখন আর ধরা-ছোঁয়ার বাইরের কোন বিষয় নেই। মাত্র সাড়ে চার হাজারেই আপনি মোটামুটি কনফিগারেশনের একটি এন্ড্রয়েড স্মার্টফোন পাবেন। কিন্তু সমস্যা হল এর ব্যাটারী নিয়ে। খুব দ্রুত চার্জ নিঃশেষ হয়ে যায়, যার কারণে সস্তায় স্মার্টফোন পেলেও এর ব্যবহারের প্রকৃত মজা পাওয়া যায়বিস্তারিত পড়ুন
চাইনিজ ফোন কোম্পানীগুলোর বদৌলতে স্মার্টফোন এখন আর ধরা-ছোঁয়ার বাইরের কোন বিষয় নেই। মাত্র সাড়ে চার হাজারেই আপনি মোটামুটি কনফিগারেশনের একটি এন্ড্রয়েড স্মার্টফোন পাবেন। কিন্তু সমস্যা হল এর ব্যাটারী নিয়ে। খুব দ্রুত চার্জ নিঃশেষ হয়ে যায়, যার কারণে সস্তায় স্মার্টফোন পেলেও এর ব্যবহারের প্রকৃত মজা পাওয়া যায় না।
১। নতুন মোবাইল কিনে কমপক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
২। খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।
৩। আপনার অ্যান্ড্রয়েড সেট এ কখনো দীর্ঘ সময় ধরে গেমস খেলবেন না। এতে ব্যাটারিতে অনেক চাপ পড়ে আর দ্রুত চার্জ শেষ হয়ে যায়
৪। অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে দিন (Settings > Apps)। এজন্য Android Assistant, Clean Master বা কোন Task Killer App ব্যবহার করতে পারেন।
৫। ব্যাটারি মনিটর করুন (Settings > Battery)। দেখুন কোন অ্যাপস বেশি ব্যাটারি টানছে। ব্লুটুথ (Settings > Bluetooth), ওয়াইফাই (Settings > Wifi), 3G/4G (Settings > Mobile Networks), হটস্পট, টেথারিং (Settings > Wireless & Networks), Data Connection প্রভৃতি দরকার না থাকলে বন্ধ করে রাখুন।
৬। ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন (Settings > Display > Brightness)। ব্রাইটনেস কমানোর জন্য বিভিন্ন ধরনের এপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
৭। ফোনের GPS (Settings > Location services) অথবা Sync/Synchronization (Settings > Accounts & sync) বন্ধ রাখুন। ডিসপ্লে টাইম আউট যথা সম্ভব কম রাখুন। দরকার না হলে 3G নেটওয়ার্ক বন্ধ করে রাখুন। 2G এর তুলনায় 3G প্রায় দ্বিগুন চার্জ টানে।
৯। ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে তারপর চার্জ দিন এবং ফুলচার্জ হবার পর চার্জার ডিসকানেক্ট করুন। সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
এই ব্যাপারগুলো মেনে চললে আপনার স্মার্টফোনে অনেক বেশি সময় চার্জ থাকবে। তখন সাধ্যের মাঝে সবটুকু স্বাদ উপভোগ করা কোন ব্যাপার হবে না।