হোমপেজ/ভালো মানের ব্লুটুথ হেডফোন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ব্লুটুথ হেডফোন কেনার আগে সেন্সিটিভিটি, ড্রাইভারের আকার, রেজিস্ট্যান্ট দেখে কেনা উচিত। স্বাভাবিক কাজের জন্য সাধারণত ১০২ ডেসিবলে এককের কাছাকাছি থাকা উচিত। তবে কমপক্ষে ৯০dB/mW থেকে ১১৫dB/mW রেঞ্জ ফ্রিকোয়েন্সি উৎপাদনে সক্ষম, এমন bluetooth headphones কেনা উচিত। এক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। সবিস্তারিত পড়ুন
ব্লুটুথ হেডফোন কেনার আগে সেন্সিটিভিটি, ড্রাইভারের আকার, রেজিস্ট্যান্ট দেখে কেনা উচিত।
স্বাভাবিক কাজের জন্য সাধারণত ১০২ ডেসিবলে এককের কাছাকাছি থাকা উচিত। তবে কমপক্ষে ৯০dB/mW থেকে ১১৫dB/mW রেঞ্জ ফ্রিকোয়েন্সি উৎপাদনে সক্ষম, এমন bluetooth headphones কেনা উচিত। এক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন।
সাধারণত ৯ থেকে ১৬ মিলিমিটার ব্যাসের ড্রাইভার বিশিষ্ট ব্লুটুথ হেডফোন নেয়া উচিত। এতে গান মোটামুটি ভালো ভাবেই উপভোগ করতে পারবেন।
bluetooth headphones ভলিউম রেঞ্জ বিবেচনার ক্ষেত্রে সাধারণ মাপকাঠি হলো ৩০ ওহম। ভলিউম রেঞ্জ সর্বনিম্ন ১০ হার্জ থেকে সর্বোচ্চ ২৫ হাজার হার্জ এর মধ্যে থাকা সবচেয়ে ভাল। এর বেশিও নিতে পারেন।
ইম্পিডেন্স ভ্যালু কম হলে বেশি জোরে আওয়াজ শোনা যাবে সেই হেডফোনে। যদিও মাথায় রাখা প্রয়োজন হাই ইম্পিডেন্স হেডফোনের নিজস্ব সুবিধা রয়েছে। এই ব্লুটুথ হেডফোনে জোরে আওয়াজ দিলেও আওয়াজ ফেটে যাওয়ার সুযোগ কম। প্রফেশানাল অডিও মিক্সিং এর জন্য হাই ইম্পিডেন্স হেডফোন বেশি ভালো। সব সময় এসব বিষয় বিবেচনা করে হেডফোন কেনার চেষ্টা করুন।
ইদানিং অনেক কম দামেই ভালো মানের ব্লুটুথ হেডফোন বাজারে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৫০০ থেকে ৭০০০ টাকার মধ্যেই ভালো কোয়ালিটির ব্লুটুথ হেডফোন পেতে পারেন। তবে ওয়্যারেন্টির বিষয়টি মাথায় রাখবেন।
সংক্ষেপে দেখুন