ডাইনোসরদের সময়ে প্রচুর লতাপাতা, গাছপালা জন্মেছিল। তাই তৃণভোজী ডাইনোসরদের খাবারের কোনো অভাব ছিল না। প্রচুর খাদ্যগ্রহণের ফলে ধীরে ধীরে বড় হতো এসব প্রাণীর দেহ। এ ছাড়া আকারে বড় হওয়ায় গায়ে শক্তিও থাকত বেশি। ফলে শিকারী প্রাণীর কবলে পড়ে ঘায়েল হতো না সহজে। বেশি সময় বাঁচত। সময়ের সঙ্গে সঙ্গে বেশি খাবার খেয়ে ববিস্তারিত পড়ুন
ডাইনোসরদের সময়ে প্রচুর লতাপাতা, গাছপালা জন্মেছিল। তাই তৃণভোজী ডাইনোসরদের খাবারের কোনো অভাব ছিল না। প্রচুর খাদ্যগ্রহণের ফলে ধীরে ধীরে বড় হতো এসব প্রাণীর দেহ। এ ছাড়া আকারে বড় হওয়ায় গায়ে শক্তিও থাকত বেশি। ফলে শিকারী প্রাণীর কবলে পড়ে ঘায়েল হতো না সহজে। বেশি সময় বাঁচত। সময়ের সঙ্গে সঙ্গে বেশি খাবার খেয়ে বড় হতো আরও।
সংক্ষেপে দেখুন
বুরকিনা ফাসো দেশের বাজৌলি গ্রামের মানুষ আর কুমিরে দারুণ সুসম্পর্ক। পুকুরে ২০০ কুমির থাকলেও গ্রামের বাচ্চারা সেখানে সাঁতার কাটে কোনো সমস্যা ছাড়াই।
সংক্ষেপে দেখুনবুরকিনা ফাসো দেশের বাজৌলি গ্রামের মানুষ আর কুমিরে দারুণ সুসম্পর্ক। পুকুরে ২০০ কুমির থাকলেও গ্রামের বাচ্চারা সেখানে সাঁতার কাটে কোনো সমস্যা ছাড়াই।