হোমপেজ/ai
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ChatGPT নিয়ে জানার পর একই রকম প্রশ্ন আমার মনেও ঘুরছিল। প্রোগ্রামারদের ভবিষ্যৎ নিয়ে লেখার আগে সংক্ষেপে ChatGPT কি সেটা একটু বলে নেই। তাহলে পাঠকের বুঝতে সুবিধা হবে। ১. ChatGPT একটা chat bot এর মতো টুলস যে কিনা অনেকটা মানুষের মতো করে রিপ্লাই দিতে জানে। এই প্রোগ্রামটি একজন এসিস্টেন্ট এর মতো। পরীক্ষা করাবিস্তারিত পড়ুন
ChatGPT নিয়ে জানার পর একই রকম প্রশ্ন আমার মনেও ঘুরছিল। প্রোগ্রামারদের ভবিষ্যৎ নিয়ে লেখার আগে সংক্ষেপে ChatGPT কি সেটা একটু বলে নেই। তাহলে পাঠকের বুঝতে সুবিধা হবে।
১.
ChatGPT একটা chat bot এর মতো টুলস যে কিনা অনেকটা মানুষের মতো করে রিপ্লাই দিতে জানে। এই প্রোগ্রামটি একজন এসিস্টেন্ট এর মতো। পরীক্ষা করার জন্য তাকে বলেছিলাম, আমাকে একটা স্যাম্পল কোড লিখে দাও যেটায় XSS দুর্বলতা আছে। সে একটু দীর্ঘ উত্তর দেয়ায় বিরক্ত হয়ে বললাম, তুমি বেশি কথা বলো। ChatGPT আমাকে সরি বলে পুনরায় সংশোধন করে তার উত্তর লিখে দিল।
২.
তো এই চমৎকার প্রযুক্তি কি প্রোগ্রামারদের বিকল্প হতে পারবে?
এই প্রশ্নটিও আমি সরাসরি ChatGPT কে জিজ্ঞাসা করলাম , দেখি কি বলে 😂। তার উত্তরে জানালো, সে আসলে আমাদের ছোটখাট কিছু টাস্ক করে দেয়ার মতো সক্ষমতা রাখে। যেমন—কিছু তথ্য খুঁজে দেয়া বা ছোট একটা প্রোগ্রাম লিখে দেয়া। কিন্তু একটা বড় প্রোগ্রাম তৈরী করতে যেরকম চিন্তাভাবনা প্রয়োজন সেই সক্ষমতা তার নেই। এবং সেই উদ্দেশ্যও তার নেই।
আমি অবশ্য শুধু ChatGPT এর কথায় ভরসা করিনি। অনলাইনে আরেকটু ঘাটাঘাটি করে কিছু গবেষণার তথ্য পেলাম। জিকো কোল্টার নামক একজন কম্পিউটার গবেষক (Carnegie Mellon University) বলছেন, “একদম গোড়া থেকে একটা বড় প্রোগ্রাম তৈরী করার মতো সক্ষমতা কম্পিউটারের কখনো হবে কিনা সেটার ব্যাপারে আমরা সন্দিহান।”
এধরণের প্রোগ্রাম গুলো (ChatGPT) মূলত আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে। আমাদের রিপ্লেস করবে না। কারণ ভাল সফটওয়্যার গুলো আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে তৈরী করা। একটা কম্পিউটারের পক্ষে এভাবে সৃজনশীল চিন্তা করে নতুন সমাধান বের করাটা খুবই কষ্টসাধ্য বিষয়। এক্ষেত্রে আরও অনেক গবেষণা দরকার।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা আগের চেয়ে দ্রুত আর ভাল প্রোগ্রাম তৈরী করতে পারবো কিন্তু এগুলো মানুষ প্রোগ্রামারকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে না।
সংগ্রহীত…
সংক্ষেপে দেখুনলেখকঃ Ashraful Alim
ওয়েবঃ কোরা