হোমপেজ/touch healing
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
রেইকি ( Reiki ) একধরণের চিকিৎসা পদ্ধতি। একে স্পর্শ চিকিৎসা (touch healing) বলা যেতে পারে। Engery healing ও বলা যেতে পারে। রেইকি চিকিৎসক রা বলেন, আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন এনার্জি পয়েন্ট রয়েছে এবং নানাবিধ অসুখ, বিসুখের ক্ষেত্রে, তাঁরা তাঁদের হাতের স্পর্শ দ্বারা এনার্জি ট্রান্সফার করে, অসুবিস্তারিত পড়ুন
রেইকি ( Reiki ) একধরণের চিকিৎসা পদ্ধতি। একে স্পর্শ চিকিৎসা (touch healing) বলা যেতে পারে। Engery healing ও বলা যেতে পারে।
রেইকি চিকিৎসক রা বলেন, আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন এনার্জি পয়েন্ট রয়েছে এবং নানাবিধ অসুখ, বিসুখের ক্ষেত্রে, তাঁরা তাঁদের হাতের স্পর্শ দ্বারা এনার্জি ট্রান্সফার করে, অসুস্থ ব্যক্তির দেহের বিভিন্ন স্থানে এনার্জি সঞ্চার করে, সারিয়ে তোলেন।
নানাবিধ রোগ, ডিপ্রেসন, এসবের ক্ষেত্রে রেইকি চিকিৎসা করতে দেখা যায়।
বেশ কয়েকটি সেশন করা হয়, প্রতিটি সেশনে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা, দেড় ঘন্টা এরকম সময় নেয়া হয়।
তবে, রোগ দূরীকরণে এই চিকিৎসা পদ্ধতি কতটুকু কার্যকরী, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।
এই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে ও বিদেশেও দেখা যায়।
যেহেতু রেইকি নিয়ে প্রশ্নটি করা হয়েছে, প্রসঙ্গত: রেকি ( Recce ) বলে আমরা একটি শব্দ মাঝে মাঝে শুনি। যেমন সংবাদে শোনা যায়, ডাকাতি করার আগে, ডাকাতরা রেকি করে গিয়েছিল। এই রেকি র অর্থ হচ্ছে কোনো বিশেষ কাজ করার আগে, সেই জায়গার সুবিধা,অসুবিধা, এসব পর্যবেক্ষণ করা। এবং শুধু ডাকাতির ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রেও রেকির প্রয়োগ দেখা যায়। যেমন, তাঁরা ওই পাহাড়ে যোগ শিবির করার আগে জায়গাটা রেকি করে গিয়েছিলেন।
সংক্ষেপে দেখুন