শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ইগো বা অহংভাবটি ত্যাগ করার জন্য, আমার বিবেচনায়, আপনার আর কোনো পরামর্শের প্রয়োজনই নেই,
কারণ, প্রশ্নে আপনি যদি ও সেটা জানতে চেয়েছেন, বাস্তবে আপনি, অহংভাব বা ego কে হারিয়েই দিয়েছেন।
তার প্রমাণ ?
যদি সত্যি, সত্যি, আপনার অহংভাব বা ego থাকতো, তবে, এ প্রশ্ন, আপনি আমাকে পাঠাতেন না,
এবং বলতেন,
নিজের ত্রুটি, বিচ্যুতি, যিনি বুঝে ফেলতে সক্ষম হন, উত্তরণের পথটি, নিজে থেকেই তাঁকে স্বাগত জানায়, পরামর্শের অপেক্ষায় থাকে না,
ঘটতেই থাকে, আত্ম-উত্তরণ।
অহংভাবটি ত্যাগ করার ক্ষেত্রে, আত্মউপলব্ধি ভিন্ন, অন্য কোনো পরামর্শ, তেমন কার্যকরী হওয়ার সম্ভাবনা দেখি না।
এবং, সে আত্মউপলব্ধি, আপনার প্রশ্নে, দ্বিধাহীন ভাবেই, স্পষ্ট হয়ে উঠেছে।
“আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ-ধূলার তলে।
সকল অহঙ্কার হে আমার
ডুবাও চোখের জলে।
নিজেরে করিতে গৌরব দান,
নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে।
সকল অহঙ্কার হে আমার
ডুবাও চোখের জলে”।
ধন্যবাদ।
লেখকঃ শুভেন্দু পুরকায়স্থ
প্লাটফর্মঃ কোরা