শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
এটা কখনো, কখনো, শোনা যায়।
গ্রাম আর দেশ এর সংজ্ঞা ভিন্ন, ভিন্ন। তথাপি, দেশের মাঝে থেকেই, নিজের গ্রামের বাড়ী কে, দেশের বাড়ী বলার একটা চল দেখা যায়।
একটি বড় শহরাঞ্চলের ভৌগলিক আয়তনের তুলনায়, জনবসতির তুলনায়, গ্রামের সীমানা ছোট থাকে। জনজীবনে ও শহরের তুলনায়, গ্রামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
পরিসরগত কারণে, গ্রামের লোকজনের মাঝে যে সম্পর্কের নৈকট্য বা পরিচিতি সৃষ্টি হয়, সেটা খুবই সঙ্গত কারণেই শহরের মাঝে সম্ভব হয় না। কারণ, শহরের জীবনে, সারাদিনের নানাবিধ ব্যস্ততা, একটা প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।
গ্রামে, প্রত্যেকের সাথে প্রত্যেকের চেনা, জানা, নিজের গ্রামের প্রতিটা রাস্তা, প্রতিটা বাড়ী, ঘর, এমন কী প্রতিটি বাড়ীর খবর জানার সুবাদে, নিজের গ্রাম, নিজের মনের মাঝে একটা বিশাল জায়গা জুড়ে থাকে, তার কাছে, হারিয়েই যায় দেশের সংজ্ঞা, দেশের সীমানা,
ছোটবেলা থেকেই গ্রামের আকাশ, বাতাস, গাছগাছালি, পাখির ডাক, পুকুরঘাট, নাট মন্ডপ, যাত্রা পালা, পালা কীর্তনের আসর, এসবের সাথে শৈশব যে নিবিড় সম্পর্ক রচনা করে দেয়, সে সম্পর্কের ভিত, পাথর, সিমেন্ট, এসবের চাইতেও অনেক বেশী ক্ষমতাশালী।
ফলে, সে সম্পর্ক, দেশ সম্পর্কে আলাদা করে ভাবার সুযোগই দেয় না,
তাই, নিজের গ্রামই হয়ে উঠে, নিজের দেশ।