‘মক্ষিকা বৃত্তি’ কাকে বলা হয়?
Thank you for reading this post, don't forget to subscribe!
শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
সাধারণ মাছির (মক্ষি) মত কিছু মানুষ অন্যের দুর্বলতা, ক্ষত, দুঃখ, ভুল ত্রুটি গুলিই খুঁজে বেড়ায় এবং তা ঘাঁটা ঘাঁটি করে আনন্দ পায়। একে বলা হয় মক্ষিকা বৃত্তি। তাদের মনে আর বিশেষ ভালো কিছু থাকে না। অন্যের দোষ ত্রুটি, ক্ষত, দুর্বলতা খোঁজা তাদের স্বভাবে পরিনত হয়। এটাকেই বলা হয় মক্ষিকা বৃত্তি। সমাজের ক্ষেত্রে যারা মক্ষিকা বৃত্তি করে তাদের দ্বারা বিশেষ ভালো কিছু হয় না।
অন্যদিকে মধু মাছি, ভ্রমর চরিত্র তথা ভালো ও সৎ সভাবের মানুষ অন্যের শুভ চিন্তা ভাবনা কামনা করে, শুভ সংবাদ বয়ে আনে। কারো ক্ষত দেখে পরিহাস করে না বরং নিজে কাছে গিয়ে প্রলেপ লাগিয়ে দিতে চাই। দেখা যায় মানুষও সেই সব মধু মক্ষি, মৌমাছি চরিত্রবানদের পাশে এসে বসতে চাই, থাকতে চাই, সময় কাটাতে চাই যাতে নিজের মনের বিস্তার ঘটে তথা সৎ স্বভাব, শুভ চিন্তা ভাবনার অগ্রগতি হয়।
তাই বলা যায় মানুষকে মক্ষিকা বৃত্তির মত সভাব চরিত্র বর্জন করে মৌমাছির মত হতে হবে। অন্য দিকে যারা সমাজে মক্ষিকা বৃত্তি করে বেড়াই তাদের থেকে দূরে থাকাই উত্তম কাজ।