স্বপ্নে এক সাপ আরেক সাপকে খেতে দেখলে কি হয়। স্বপ্নটি ভোর রাতে সেহেরী খাওয়ার আগে দেখেছি। দয়া করে তাড়াতাড়ি জানাবেন
স্বপ্নে এক সাপ আরেক সাপকে খেতে দেখলে কি হয়। স্বপ্নটি ভোর রাতে সেহেরী খাওয়ার আগে দেখেছি। দয়া করে তাড়াতাড়ি জানাবেন
শেয়ার করুন
এখানে আপনি ২টি প্রশ্ন করেছেন।
১. ভোরবেলা সাপের স্বপ্ন দেখা
২. এক সাপ আরেক সাপকে খেয়ে ফেলছে
ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ দেখা খারাপ ইঙ্গিত। তবে সব সময় এটা খারাপ নয়। সাপ সংক্রান্ত বিভিন্ন স্বপ্ন বিশ্লেষণ করে আমি যা জেনেছি সেই আলোকে উত্তর দেয়ার চেষ্টা করছি।
ভোরবেলা সাপের স্বপ্ন দেখলে কি হয়
স্বপ্নে সাপ ধরা বা দেখা মূলত ভয় ও আতঙ্কের প্রতি ইশারা হতে পারে। এটি ব্যক্তির ভীতি, চিন্তা, বা কোনও ভয়ানক ঘটনা সম্পর্কে ইশারা করতে পারে। যেমন কারো কোনও শত্রু আছে। সে তাকে ক্ষতি করতে পারে। অথবা সে কাজ করছে সেখানে তাকে কঠিন শত্রুতার মুখোমুখি হতে পারে। আর ভোরবেলার সাপ দেখলে হযরত ইবনে সিরিন রহ. থেকে এ ব্যাখ্যাই পাওয়া যায়, তিনি বলেন, ‘যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)
এক সাপ আরেক সাপকে খেয়ে ফেলছে
আমি দেখেছি স্বপ্নে সাপের ক্ষতি হচ্ছে এরকম দেখলে আমাদের জন্য সেটা ভাল। কারণ ইসলামে সাপ অশুভ শক্তি বা শত্রুর ইঙ্গিত বহন করে। এক সাপ অন্য সাপকে খেয়ে ফেলছে, তারমানে আপনার শত্রুদের নিজেদের মধ্যে কোন্দল তৈরি হয়েছে। এটা আপনার জন্য ভাল। অর্থাৎ আপনার শত্রুরা নিজেদের মধ্যেই শত্রুতা বা মারামারিতে লিপ্ত হয়েছে। এটা নিতান্তই আমার নিজস্ব মতামত।
তবে যাই-ই হোকনা কেন নিজেকে শক্ত রাখতে হবে। বেশি বেশি ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইতে হবে।