উপরের ছবিতে ক্লিক করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www এর ম্যাপ বড় আকারে দেখুন। এটি একটি জালের মত দেখাবে।
এই জালে কোন রং দিয়ে কোন ধরণের ডোমেইন কে বোঝানো হচ্ছে তা তুলে ধরা হলঃ
১. গাড় নীল: .net, .ca, .us
২. সবুজ : .com, .org
৩. লাল : .mil, .gov, .edu
৪. হলুদ : .jp, .cn, .tw, .au, .de
৫. ম্যাজেন্ডা : .uk, .it, .pl, .fr
৬. নীল – সবুজ : .br, .kr, .nl
৭. সাদা: গভার্নমেন্ট সাইট বলে ধারনা করা হয়
আরও তথ্যের জন্য আপনি উইকিপিডিয়াতে ঘুরে আসতে পারেন।