সাইন আপ করুন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে admin@addabuzz.net ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন।

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

AddaBuzz.net Latest Articles

কিভাবে আপনি আপনার DSLR ক্যামেরা পরিষ্কার করবেন?

কিভাবে আপনি আপনার DSLR ক্যামেরা পরিষ্কার করবেন?

একটি DSLR ক্যমেরা যেমন আমাদের অনেকেরই নিত্যদিনের সঙ্গী আবার এটা আমাদের অনেকেরই খুব সখের একটা জিনিস। DSLR Camera বর্তমান ফটোগ্রাফি জগতে খুবই জনপ্রিয় একটি ক্যামেরা। মূল্যের দিক থেকেও কিন্তু এটা বেশ ভালো। কিন্তু এই মূল্যবান জিনিসটাকে আমরা অনেকেই সঠিকভাবে পরিষ্কার পরিছন্নতার মাধ্যমে যত্ন করতে পারি না। ফলে অচিরেই এটা অকার্যকর হয়ে যেতে পারে। তাই বন্ধুরা আসুন জেনে নেই কীভাবে আমরা একটি DSLR ক্যমেরা পরিষ্কার করতে হবে।

কিভাবে-আপনি-আপনার-DSLR-ক্যামেরা-পরিষ্কার-করবেন?

Thank you for reading this post, don't forget to subscribe!

DSLR ক্যামেরা সেন্সর পরিষ্কার

প্রথমেই আসুন জেনে নিই কীভাবে এর সেন্সরটি পরিষ্কার করতে হবে। সেন্সর পরিষ্কার করার জন্য কিছু কিছু DSLR ক্যামেরা তে অটোক্লীন ফিচার থাকে। এই অটোক্লীন ফিচারের মাধ্যমে মাইক্রো ভাইব্রেটর ব্যবহার করে অটো ময়লা পরিষ্কার পরিছন্ন করতে পারবেন, বন্ধুরা। 

যদি এই অপশনটি আপনাদের ক্যামেরায় না থাকে তাহলে বন্ধুরা আমরা এটি ম্যানুয়ালি পরিষ্কার করতে পারি। এর জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। লিন্ট ফ্রি ক্লিনিং সোয়াব এবং ক্যামেরা সেন্সর ক্লিনিং সলিউশান এয়ার ব্লোয়ার, এই দুটি জিনিস আমরা আগে থেকেই গুছিয়ে রাখব। 

এরপর আমরা DSLR ক্যামেরা তে সেন্সর ক্লিনিং অপশনটি বের করে নিব। তারপর এই অপশনটি সিলেক্ট করে নিব। সেন্সর ক্লিনিং অপশনটি সিলেক্ট করলে ক্যামেরার মিররটি অটোমেটিক লক হয়ে যাবে। এবং আপনি সেন্সরটি দেখতে পাবেন। এরপর ব্লোয়ার দিয়ে সজোরে সেন্সরটিতে হাওয়া দিন তাহলেই এর ভীতরে জমে থাকা সব ধুলা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এরপর সোয়াবের উপর দুই ফোঁটা সলিউশন দিয়ে আলতো করে সেন্সরের উপর বুলাতে থাকুন তাহলেই সেন্সরটি পরিষ্কার হয়ে যাবে। 

DSLR ক্যামেরা লেন্সটি পরিষ্কার 

এরপর আসুন কীভাবে আপনি আপনার লেন্সটি পরিছন্ন করবেন। আপনার ক্যামেরার লেন্সে ধুলা ময়লা জমে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার লেন্সটিতে পরিষ্কার করার সময় কোন দাগ না পড়ে যায়। প্রথমত ব্লোয়ার দিয়ে লেন্স টাচ না করে সজোরে বাতাস প্রবাহ করে ময়লা বের করে দিতে হবে। তারপরও যদি আপনি ময়লা বা কোন পার্টিকেল দেখতে পান লেন্সের উপর তাহলে একটুকরো তুলার উপর লিন্ট দিয়ে লেন্সের উপর আলতো করে ঘষতে থাকুন। তাহলেই পরিষ্কার হয়ে যাবে আপনার লেন্সটি।

বন্ধুরা ইলেকট্রনিক্স জিনিসের যত্নটা একটু সাবধানে ও সতর্কতার সাথেই করতে হয়। ভালো থাকুক আপনার ক্যামেরা, ভালো থাকুন আপনিও।

পোস্টটি ভাললেগে থাকলে লাইক দিয়ে ধন্য করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রশ্ন থাকলে তা লিখে ফেলুন এখানে ক্লিক করে

সবাইকে ধন্যবাদ!

আর্টিকেলটি শেয়ার করুন
aalan

অনুরুপ পোস্ট

Dotara: The Traditional Folk Instrument of Bengal

The Famous Remanufactured Starter Alternator Brand in Europe

মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে।

1 টি মন্তব্য

  1. অল্প কথায় তথ্যবহুল পোস্ট 👍