অ্যাপোলো মহাকাশচারীদের মতে, চাঁদের গন্ধ কেমন?
শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
অ্যাপোলো ১৭ নামের চন্দ্র অভিজানের নভোচারী জিনকারন্যান এর মতে চাঁদের ধূলিকণার গন্ধ ঠিক পোড়া বারুদের মতো। যেন সেখানে কেউ এইমাত্র রাইফেলের গুলি ছুড়েছে। এই অভিযানের আরেক নভোচারী মার্কিন জীববিজ্ঞানী জ্যাকস্মিটেরও একই ভাষ্য।
নভোচারী হিসেবে প্রশিক্ষণের সময় তাঁদের অনেকবার গুলি ছুড়তে হয়। তাই বারুদের গন্ধ নিয়ে তাঁদের কোনো সন্দেহ নেই। স্মিটওকারন্যান চাঁদে হাঁটতে গিয়ে তাঁদের পোশাক, গ্লাভস আর জুতায় চাঁদের ধুলোবালি আঠার মতো লেগে গিয়েছিল। নভোযানে ফিরে সেগুলো ব্রাশ করে ঝাড়তে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাঁদের। এসময়ই তাঁদের নাকে চাঁদের গন্ধ প্রথম ধরা পড়ে।