শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
বর্তমানে সময়ে গুগল এতো এডভান্স হয়েছে যে আপনি এখন গুগল ম্যাপ অফলাইনেও ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ সময়ে দেখা যায় অচেনা কোথাও গেলে তখন ওই জায়গাটা চেনার জন্য গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকি। কিন্তু কি হয় যখন অচেনা যায়গায় গেলে আপনার মোবাইলের এমবি শেষ কিংবা মোবাইল নেটওয়ার্ক প্রব্লেম হচ্ছে। তাই আজকে আপনাদবিস্তারিত পড়ুন
বর্তমানে সময়ে গুগল এতো এডভান্স হয়েছে যে আপনি এখন গুগল ম্যাপ অফলাইনেও ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ সময়ে দেখা যায় অচেনা কোথাও গেলে তখন ওই জায়গাটা চেনার জন্য গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকি। কিন্তু কি হয় যখন অচেনা যায়গায় গেলে আপনার মোবাইলের এমবি শেষ কিংবা মোবাইল নেটওয়ার্ক প্রব্লেম হচ্ছে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার মোবাইলে গুগল ম্যাপ সম্পূর্ন অফলাইনে ব্যবহার করবেন। চলুন জেনে নেয়া যাক।
অফলাইন গুগল ম্যাপ ( google maps offline)
আপনি যদি অজানা কোনো জায়গায় যাচ্ছেন কিংবা নতুন কোনো জায়গায় যাচ্ছেন তখন পথ বা রাস্তা খুজে পেতে অফলাইন ম্যাপ খুবই কাজে দেব। তাছাড়া কেউ যদি বিশেষ করে বিদেশ যায় তখন এয়ারপোর্ট থেকে বেরোলে নানা সমস্যায় পড়তে হয় তখন গুগল ম্যাপের অফলাইন ফিচারের সাহায্যে তার গন্তব্য খুজে পাবে।
অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের জন্য আগে আপনার মোবাইলে গুগল ম্যাপ ইনস্টল করে নিবেন। বেশিরভাগ এন্ড্রয়েডে গুগল ম্যাপ ইনস্টল করা থাকে। আপনার মোবাইলে গুগল ম্যাপটি ওপেন করে নিবেন। ওপেন করার পর আপনার ম্যাপ একাউন্টটিতে দেখবেন আপনার একটা প্রেফাইল আছে। যদি আপনার ইমেইল একাউন্ট এ কোনো ফটো না থাকে তবে বাই ডিফল্ট একটা ছবি ধেখতে পাবেন।
আপনার প্রোফাইল অর্থাৎ ছবিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে একাউন্টের পেজ আসবে। এবংিএকটু নিচে দেখতে পাবেন offline maps নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করুন এবং দেখতে পাবেন Select your own maps এবং একটা ডাউনলোড আইকন। Select your own maps এ লেখা আছে আপনি একটি এরিয়ার ম্যাপ ডাউনলোড করতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন যেটা অফলােইনেও কাজ করবে।
Select your own maps এ ক্লিক করে আপনার এরিয়া সিলেক্ট করুন। এরিয়া সিলেক্ট মানে আপনার সামনে একটা এরিয়া শো করবে এমনি এটা আপনার ইচ্ছা মতো পরিবর্তনও করতে পারবেন। এরিয়া সিলেক্ট করার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি যদি এমন কোথাও যেতে চান সেখানে আপনার গুগল ম্যাপ প্রয়োজনে আসবে তবে ওই এরিয়াটা আগেই আপনার মোবাইলে ডাউনলোড করবেন। তাহলে অচেনা কোথাও গেলে আপনাকে কোনো জামেলা পোহাতে হবে না।
এরিয়াকে সিলেক্ট করে নিবেন। এখানে কিন্তু আপনি জুম ইন অথবা জুম আউট করতে পারবেন। যত বেশি জুম আউট করবেন আপনার ম্যাপের সাইজও বড় হবে এবং ডাউনলোড করার জন্য তত বেশি ইন্টারনেট ও স্টোরেজের প্রয়োজন পড়বে।
এডিরয়া সিলেক্ট হয়ে গেলে আপনার মোবাইলের স্কিনের নিচে দেখতে পাবেন যে আপনার ম্যাপের ফাইল কতটুকু হয়েছে। সবকিছু দেখেশুনে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউরলোড করার আগে ওয়াইফাই কানক্টে করে নিবেন।
ডাউনলোড সম্পূর্ন হয়ে গেলে চেক করার জন্য মোবাইলের সকল ইন্টারনেট অফ করে নিবেন এবং ডাউনলোড হওয়া ফাইলটিতে ক্লিক করবেন তারপরেই দেখতে পাবেন যে আপনার ডাউনলোড করা এরিয়াতে সহজেই কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই দেখতে পাবেন। এমনকি সার্চ বারে গিয়ে সার্চ দিলেও দেখতে পাবেন। তবে যেটা সার্চ করবেন সেটা আগে থেকেই ডাউনলোড করা থাকতে হবে। তারপর থেকে যেকোনো সময় গুগল ম্যাপে গেলে আপনার কাঙ্খিত লোকেশনটি পেয়ে যাবেন।
সংক্ষেপে দেখুনস্মার্টফোনের যুগে পথ চেনাতে গুগল ম্যাপের কোনো জুড়ি নেই। তাই দেশে বা বিদেশে কোথাও ঘুরতে গেলে প্রায় সবাই পথ চলতে এখন সহায়তা নেন এই প্রযুক্তির। কিন্তু হয়তো আপনি ঘুরতে ঘুরতে এমন কোথাও চলে গেলেন, যেখানে ইন্টারনেট সংযোগ আর কাজ করছে না! কিংবা পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স না থাকার কারণে কিনতে পারছেন না মোবাইলবিস্তারিত পড়ুন
স্মার্টফোনের যুগে পথ চেনাতে গুগল ম্যাপের কোনো জুড়ি নেই। তাই দেশে বা বিদেশে কোথাও ঘুরতে গেলে প্রায় সবাই পথ চলতে এখন সহায়তা নেন এই প্রযুক্তির। কিন্তু হয়তো আপনি ঘুরতে ঘুরতে এমন কোথাও চলে গেলেন, যেখানে ইন্টারনেট সংযোগ আর কাজ করছে না! কিংবা পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স না থাকার কারণে কিনতে পারছেন না মোবাইল ডাটা।
এ রকম পরিস্থিতির কথা মাথায় রেখেই গুগলের রয়েছে অফলাইন ম্যাপ সুবিধা। অর্থাৎ আপনি কোনো গহিন জঙ্গলে হারিয়ে যান কিংবা গাড়ি চালাতে চালাতে কোনো অচেনা পথে চলে যান, গুগল ম্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনাকে পথ চিনিয়ে দেবে।
তবে এর জন্য অবশ্য আপনাকে সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে কোনো একটি নির্দিষ্ট জায়গার ম্যাপ, যে জায়গায় আপনি ভ্রমণ করতে যাচ্ছেন। একবার ডাউনলোড করে ফেললে এর পর ইন্টারনেট সংযোগের আর কোনো প্রয়োজনই নেই। গুগল নিজে থেকেই আপনার অবস্থান এবং পথচলার নির্দেশনা জানিয়ে দেবে।
তবে একটি কথা বলে রাখা ভালো। ভাববেন না, ডাউনলোড করে ফেললে গুগল ম্যাপের সব সুবিধা আপনি পাবেন। যেমন হাঁটা, ট্রানজিট ও সাইক্লিংয়ের নির্দেশনা কিংবা ট্রাফিক আপডেটের মতো সুবিধাগুলো পাওয়া যাবে না ডাউনলোডকৃত গুগল ম্যাপ থেকে। এই ফিচারে আপনি শুধু পাবেন ড্রাইভ করার নির্দেশনা। তবে ড্রাইভিং না করলেও সমস্যা নেই, গুগল এমনিতেও আপনাকে রাস্তাঘাট প্রদর্শন এবং পথচলার নির্দেশনা দিতে থাকবে।
মনে রাখবেন, ডাউনলোডকৃত ম্যাপ মাঝেমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যেতে পারে, কারণ গুগল সব সময় চেষ্টা করে একেবারে সঠিক ম্যাপটি প্রদর্শন করতে। তারা নিয়মিত স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপ আপডেট করতে থাকে। তাই মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে পুনরায় ম্যাপ আপডেট করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে।
কীভাবে ডাউনলোড করবেন অফলাইন ম্যাপ :
১. প্রথমেই আপনার অ্যানড্রয়েড কিংবা আইফোনে গুগল ম্যাপের অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে-স্টোর থেকে। তবে অবশ্যই সেটি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করে নিন।
২. আপনি যে জায়গাটির ম্যাপ চান, তার নাম লিখে সার্চ দিন।
৩. স্ক্রিনের একদম নিচে গিয়ে খুঁজে বের করুন আপনার সার্চকৃত নামটি। সেই বারে চাপ দিন।
৪. এবার ডাউনলোড অপশনে চাপ দিন।
৫. গুগল এরপর সে এলাকার ম্যাপ আপনার সামনে মেলে ধরে জানতে চাইবে, এই জায়গার ম্যাপ আপনি ডাউনলোড করতে চান কি না। আবার ডাউনলোড অপশন চেপে নিশ্চিত করুন।
সংক্ষেপে দেখুনগুগল ম্যাপ ডাউনলোড করবেন যেভাবে। গুগল ম্যাপ অ্যাপটিতে প্রবেশ করুন। আপনার প্রোফাইল মেনুতে ক্লিক করুন। Offline maps এর উপর ক্লিক করুন। উপরে সেটিংস অপশন পাবেন এবং নিচে অফলাইন ম্যাপ ডাউনলোড করার অপশন পাবেন। উপরের সেটিং অপশনে ক্লিক করে অফলাইন ম্যাপ এর বিভিন্ন সেটিংস করতে পারবেন। এর মধ্যে ডাউনলোড প্রেফারেবিস্তারিত পড়ুন
গুগল ম্যাপ ডাউনলোড করবেন যেভাবে।
গুগল ম্যাপ অ্যাপটিতে প্রবেশ করুন।





আপনার প্রোফাইল মেনুতে ক্লিক করুন।
Offline maps এর উপর ক্লিক করুন।
উপরে সেটিংস অপশন পাবেন এবং নিচে অফলাইন ম্যাপ ডাউনলোড করার অপশন পাবেন।
উপরের সেটিং অপশনে ক্লিক করে অফলাইন ম্যাপ এর বিভিন্ন সেটিংস করতে পারবেন। এর মধ্যে ডাউনলোড প্রেফারেন্স অপশন থেকে “Over Wi-Fi or mobile network” সিলেক্ট করুন।
এবার “select your own map” এর উপর ক্লিক করুন।

আপনার এরিয়া সিলেক্ট করুন। যত বড় এরিয়ার ম্যাপ ডাউনলোড করবেন। তত বেশি মেগাবাইট খরচ হবে।
এবং ফোনের স্ক্রিনে সেটা দেখতেও পাবেন।
এরপর Download বাটনে ক্লিক করে অফলাইন ম্যাপ ডাউনলোড করেন।
সংক্ষেপে দেখুন