“ম্যানহোল” কেন গোলাকার?
শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ম্যানহোল চতুর্ভূজাকার বা ত্রিভূজাকার গোলাকার হয় কেন?
১. গোলাকার ম্যানহোল কভার হলে তার মুখ দিয়ে ম্যানহোল কভার কে কোন ভাবেই নিচে ফেলে দেয়া যায় না। কিন্তু চারকোনা হলে তাকে চতুর্ভূজের কর্ন বরাবর এবং ত্রিভূজাকার হলে মধ্যমা দিয়ে ম্যানহোলের বাহু বরাবর ফেলে দেয়া সম্ভব।
২. পৃথিবীর ভূমি সংকোচনের জন্য গোলাকার টিউব ম্যানহোলের জন্য সবচেয়ে ঘাতসহিষ্ণু এবং এর তৈরিতে উপাদানও তুলনামূলক কম লাগে।
৩. গোলাকার ম্যানহোল বসানোর সময় কোন নির্দিষ্ট দিকে বসানো লাগে না, একভাবে বসিয়ে দিলেই হয় ।
৪. গোলাকার ম্যানহোলের মত এর কভারও গোলাকার হওয়ার কারনে তৈরিতে তুলনামূলক কম মেটাল লাগে মানে তৈরি খরচ কম।