নমস্কার দাদা,
আশাকরি ভালো আছেন। আমার একটি প্রশ্ন ছিলো।
আমার অফিসের একজন সিনিয়র কর্মকর্তা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান। তিনি জেনে গেছেন যে আমি এটা করতে পারবো। তাই আমাকে তার এই ওয়েবসাইট তৈরি করে দিতে বলেছেন।
আমার সমস্যাটা হচ্ছে এতে আমার অফিসের কাজের বাইরে আলাদা সময় দিতে হবে, তাছাড়া কাজটা করতে অনেক সময় লাগবে। তার সাথে আমার সম্পর্ক ভাল, তাই আমি তার মুখের উপর করতে পারবো না এমনটা বলতে পারছি না। আবার তার কাছ থেকে এই কাজের জন্য টাকা চাওয়াটা উচিত হবে কিনা তাও বুঝতে পারছি না।
এমতাবস্থায় কি করা যায়?
একটি প্রশ্ন ছিলো
শেয়ার করুন
অফিসের কর্মকর্তার সাথে সদ্ভাব রাখা খুবই প্রয়োজনীয়, এতে কর্মক্ষেত্রের কারণে মানসিক অশান্তি সৃষ্টি হয় না।
মুখের উপর না করাটা সম্ভব হয় না, আমি নিজেও এটা দেখেছি।
কর্মক্ষেত্রে নির্দিষ্ট কাজের বাইরে কাজ করার জন্য, কর্মীকে কোনো না কোনোভাবে compensate করার নিয়ম রয়েছে।
আপনার কর্মকর্তা সুবিবেচক হলে, আপনার কিছুই বলার প্রয়োজন হবে না, তিনি নিজেই এ ব্যাপারে এগিয়ে আসবেন।
সুতরাং, যদি তিনি এব্যাপারে কিছুই না বলে থাকেন, আপনি বিনীতভাবে এ ব্যাপারে একটা আর্জি রাখবেন যে যদি সম্ভব হয়, তাহলে তিনি যেন আপনার বাড়তি কাজের জন্য একটু incentive এর বিষয়টি দেখেন।
ধন্যবাদ।
ধন্যবাদ দাদা, সবিস্তারে বোঝানোর জন্য! অনেক উপকার হলো।
ভালো থাকবেন!