হোমপেজ/পৃথিবী গোলাকার
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
প্রশ্নটি জটিল মনে হলেও উত্তর অনেকটাই সহজ। তবে তার আগে আপনি চন্দ্রগ্রহণ দেখেছেন কিনা জানলে সুবিধে হতো। নিচের সিম্পল ছবিটা দেখলেই চন্দ্রগ্রহণের ব্যপারটা বোঝা যাবে। প্রশ্নটি যেহেতু চন্দ্রগ্রহণ বিষয়ক নয়, তাই এড়িয়ে যাচ্ছি। ভবিষ্যতে প্রশ্ন পেলে বিস্তারিত লিখবো। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পবিস্তারিত পড়ুন
প্রশ্নটি জটিল মনে হলেও উত্তর অনেকটাই সহজ। তবে তার আগে আপনি চন্দ্রগ্রহণ দেখেছেন কিনা জানলে সুবিধে হতো। নিচের সিম্পল ছবিটা দেখলেই চন্দ্রগ্রহণের ব্যপারটা বোঝা যাবে। প্রশ্নটি যেহেতু চন্দ্রগ্রহণ বিষয়ক নয়, তাই এড়িয়ে যাচ্ছি। ভবিষ্যতে প্রশ্ন পেলে বিস্তারিত লিখবো।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। কখনো কি ভেবে দেখেছেন ছায়া রাউন্ড শেপের হয় কেন? তাহলে নিচের ছবিটি থেকে ধারণা নিতে পারেন।
উপরের যুক্তি খুবই পুরনো। এরকম পুরনো আরও একটি যুক্তি হলো সাগরের দূর থেকে ভেসে আসা কোন জাহাজকে দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করলে প্রথমে মাস্তুল এরপর ধীরে ধীরে পুরো জাহাজটিকে দেখা যায়। পৃথিবীর বক্রতাজনিত কারণে এমন হয়। যদি পৃথিবী সমতল হত তাহলে একবারে পুরো জাহাজকেই দেখা যেত।
এগুলো ছিলো প্রাথমিক প্রমাণ পৃথিবী গোলাকার বোঝাতে। এরপরও বিশ্বাস না হলে আপনি নাসা’র সাথে যোগাযোগ করে রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশন থেকে পৃথিবীকে দেখার চেষ্টা করে দেখতে পারেন।
আপনার জন্য শুভকামনা!
সংক্ষেপে দেখুন