হোমপেজ/Voucher Codes Pro
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
হয়তো জানার উদ্দেশ্যে আপনি প্রশ্নটি করেছেন তাই উত্তর লিখছি। যৌন গবেষণা সম্প্রতি Voucher Codes Pro এক সমীক্ষা করে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। সংস্থার তরফে প্রায় আড়াই হাজারেরও বেশি নারী ও পুরুষের উপর একটি সমীক্ষা চালিয়ে জানতে চাওয়া হয়, সম্পর্কে কে বেশি যৌনতা চায়? নারী না পুরুষ? যাদের এই প্রশ্ন করাবিস্তারিত পড়ুন
হয়তো জানার উদ্দেশ্যে আপনি প্রশ্নটি করেছেন তাই উত্তর লিখছি।
যৌন গবেষণা
সম্প্রতি Voucher Codes Pro এক সমীক্ষা করে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। সংস্থার তরফে প্রায় আড়াই হাজারেরও বেশি নারী ও পুরুষের উপর একটি সমীক্ষা চালিয়ে জানতে চাওয়া হয়, সম্পর্কে কে বেশি যৌনতা চায়? নারী না পুরুষ? যাদের এই প্রশ্ন করা হয়েছে, তারা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক।
সমীক্ষার ফলাফল বলছে, মহিলাদেরই যৌনতার দাবি বেশি। অন্তত বর্তমান যুগে। প্রায় ৫৯ শতাংশ মহিলা জানিয়েছেন, প্রেম করার সময় তারাই পার্টনারের মনে যৌনতার আগুন উসকে দিয়েছেন। মুখ ফুটে না বললেও হাবেভাবে নিজেদের যৌন চাহিদা প্রকাশ করেছেন।
অন্যদিকে, শতকরা মাত্র ৪১ জন পুরুষই সম্পর্কে থাকাকালীন যৌনতায় আগ্রহ প্রকাশ করেন।
এই সমীক্ষায় আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যেমন, ২১ শতাংশ দম্পতি নিজেদের মধ্যে অতীতের যৌনজীবন নিয়ে ঝগড়া করেন। শুধু তাই নয়, অনেকেই তাদের পার্টনার ‘লেজি’ বলে অভিযোগ করেছেন। শতকরা ৩২ জন মহিলা দাবি করেছেন, স্রেফ আলসেমির জন্য তাদের স্বামী বা বয়ফ্রেন্ড সেক্স করতে চান না।
৩৪ শতাংশ মহিলা এও জানিয়েছেন, তাদের সেক্স লাইফে মশলার অভাব রয়েছে। স্রেফ বেডরুমে ভালবাসা তারা চান না। রান্নাঘরে, বারান্দা এমনকী গ্যারাজেও যৌন মিলনে রাজি তারা। কিন্তু আলসেমির জন্য বা কেউ দেখে ফেলতে পারে এই ভয়ে তাদের স্বামীরা বেডরুমের বাইরে নগ্ন হতেই চান না।
সূত্রঃ BD Journal
ছেলেদের থেকে মেয়েদের সেক্স বেশি
নারীদের মধ্যে যৌন উত্তেজনা রয়েছে, তবে অতিমাত্রায় নয়। যার রয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ।
তবে একজন পুরুষকে ভালোবেসে তার সঙ্গে জুটি গড়ার ক্ষেত্রে যৌনতা উপভোগ্য হয়ে ওঠে নারীর কাছে।
যৌনতা বিষয়ে নারীপুরুষের সামান্য ভুল ধারণা অনেক সমস্যা বয়ে আনতে পারে। অনেকেই সেক্স সম্পর্কে সামান্য জেনে এবং অনিশ্চয়তা নিয়ে এ কাজে জড়িয়ে পড়েন। আর এ সমস্যা নিয়ে খোলামেলা আলোচনাতেও অভ্যস্ত নন অনেকে। তবুও এ কাজ করতে গেলে যদি সমস্যা মনে করে থাকলে অনেকে বন্ধুদের সঙ্গে আলাপ করেন। এ ধরনের সমস্যা নারীদের খুব বাজে মানসিক অবস্থা তৈরি করে দেয়। কিন্তু পুরুষদের কাছে তেমন সমস্যা নয়। তাদের যেনো তাগিদ থাকে নারীকে সুখী করা।
কিন্তু নারীদের কাছে সম্পর্কের গভীরতা এবং দৈহিক আনন্দের চরম উৎকর্ষতা। যৌনতা এখন নারী কেন্দ্রিক যৌনকর্মীরা জানায়, যেসব পুরুষ আসেন তারা যেনো নিজেদের জন্য আসেন না, তারা আসেন কর্মীদের খুশী করতে। দেখেছি নারীরা সেক্স করতো পুরুষদের খুশি
করার জন্য। কিন্তু এখন যৌনতা এখন নারীকেন্দ্রিক হয়ে গেছে।
মেয়েরা বেশি সময় ধরে SEX করতে পারে
এক জরিপে দেখা যায়,অনেক নারী তার যৌনসঙ্গীর সংখ্যা বাড়িয়েছে এবং আশঙ্কার বিষয় তারা যৌনতা
নিয়ে নানা সমস্যায় রয়েছেন।
আসলে আমরা ভাবি সেক্স না জানি কতো মজার বিষয়। আসলে মেয়েদের কাছে সেক্স এমন এক বিষয় যেখানে মন-মানসিকতা চরম পর্যায়ে থাকে। এটা সম্পর্ক এবং সুখের গভীরতম এক প্রক্রিয়া।
সূত্রঃ ফেসবুক
সংক্ষেপে দেখুন