আমার বয়ফ্রেন্ড শারীরিক সম্পর্কের পর আমাকে বিয়ে করতে চায়। এখন আমি কি করবো?
শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
সরকার নারীদের ব্যক্তিস্বাধীনতা এবং স্বনির্ভর করার জন্য এতোটা চেষ্টা করছে ,তবুও তো দেখছি আপনাদের মতো নারীদের কোনো পরিবর্তন-ই নেই।
আপনি যেহেতু শিক্ষিতা সেহেতু আপনার এতোটুকু বোঝা উচিৎ আপনার ছেলেবন্ধু আপনার সামনে একটি টোপ ফেলেছে, বড়শি গেলা মাত্রই আপনাকে তুলে ফ্রাই করে খেয়ে অবশিষ্টাংশ ফেলে চলে যাবে।যদিও আপনি মাছ নন ,তবুও মাছের সাথে আপনাকে তুলনা করা লাগলো।আশা করি, যা বলতে চাইছি তা বুঝতে পারছেন।
আপনার প্রশ্নের ধরণ দেখে মনে হচ্ছে ,আপনি একটু ন্যাকামিও করছেন বটে।কারণ, বর্তমান যুগের আধুনিক মেয়েরা স্বেচ্ছাতেই নিজের শরীর ছেলেবন্ধুকে শপে দেয়।ছেলেবন্ধু যদি প্লে-বয় টাইপের হয় তাহলেতো মেয়েবন্ধুর অনুমতির অপেক্ষা করেনা, ডাইরেক্ট ক্লাইম্যাক্সে চলে যায়।
আর, ক্লাইম্যাক্স শেষ হওয়ার কয়েকদিন পরেই পত্রিকা খুললেই চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা -‘ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ’।
কিছু পুরুষ অবশ্যই খারাপ,মানসিকভাবে বিকৃত।যারা যৌনতার তাড়নায় নারীকে জোর-জবরদস্তি করে নিজের খায়েশ মেটাতে চায়।কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ,এটা আবার কী বোন?
বিয়ে করার এতো শখ কেনো বোন? আপনার বংশে কেউ বিয়ে করে নাই ,নাকি কোনোদিন কারোর বিয়ে হয় নাই?
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘাটলেই কিছুদিন পরেই বেরিয়ে আসে ,নারী ও পুরুষের যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত ম্যাচের তথ্য।
আপনার ছেলেবন্ধুকে একটা অপশন দিন যদি সে আপনাকে বিয়ে করে ,তবেই তার এই সম্মতি মিলবে।যদি সে আপনাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে আশা করি সে আর জোরাজোরি করবে না।
প্রাপ্তবয়স্ক নারী হিসেবে আপনার যৌনতার প্রয়োজন হলে আপনি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় সচেতনভাবে তা পূরণ করতে পারেন।আর , না চাইলে, না করে দিন আপনার ছেলেবন্ধুকে।খুব জ্বালাতন করলে আইনের সহায়তা নিন।
আর, বৈধভাবে যৌনতার চাহিদা পূরণ করার জন্য বিয়েশাদীর সুযোগ তো আছেই।
Visit Us:
https://knoworld18.blogspot.com/
https://bnknoworld18.blogspot.com/
https://hiknoworld18.blogspot.com/
https://allaboutsubha.blogspot.com/
https://affiliatenetworkhub.blogspot.com/
ঘটনাটা যেমন বলেছেন, আসলে তেমন নয়। আপনার গল্পে মনে হচ্ছে একটি দুষ্ট ছেলে একটি মেয়েকে প্রস্তাব দিয়েছে, আর মেয়েটি এসব থেকে দূরে থাকতে চাইছে। তবে, আসল ঘটনা হলো
মূল বিষয়ে যাবার আগে, এমন ঘটনার শেষ অংশ বলেছি। আপনার সৌভাগ্য না থাকলে, এমন ঘটনা সাধারণত এভাবেই শেষ হয় – বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ।
পত্রিকায় প্রায়ই এমন সংবাদ দেখা যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। মানুষের টাকার লোভ, সম্পত্তির লোভ, ক্ষমতার লোভ, প্রতিষ্ঠার লোভ, এসব লোভ থাকতে পারে। কিন্তু বিয়ের লোভ কি জিনিস? বিয়ের লোভ দেখিয়ে যে মেয়েকে ধর্ষণ করা যায়, তার কাছে বিয়ে জিনিসটা কি এতই লোভনিয়? তার গুষ্টিতে কেউ বিয়ে করেনি?
আপনাদের ঘটনা যাতে সেই পর্যন্ত না যায়, সেজন্য এখনই সাবধান হতে হবে।
আপনার বয়ফ্রেন্ড মেয়ে পটানোর ব্যাপারে পারদর্শী নয়। তাই সে প্রস্তাব দিয়েছে। পাকা খেলোয়াড় হলে, প্রস্তাব দিতো না, এমনিতেই কাজ সেরে ফেলতো। তখন আপনার প্রশ্নটি এমন হতো – বয়ফ্রেন্ডকে কিভাবে বিয়েতে রাজী করানো যায়। আপনার বয়ফ্রেন্ড এর বোকামি হলো আপনাকে প্রস্তাব দিয়েছে। এমনিতেই কাজ শুরু করে দিলে, সফলতার সম্ভবনা ছিলো।
প্রস্তাবে আপনি রাজী হবেন নাকি হবেন না, সেটা সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই আপনি শক্ত কোন কারণ (অজুহাত) খুঁজছেন। এটাই আপনার ভালো সাজার চেষ্টা।
আপনাদের দুজনের জন্য পরামর্শ হলো :: বিয়ের আগে শারীরিক সম্পর্ক, এতে কে নিষেধ করেছে? আপনার ধর্ম, আপনার সমাজ, আপনার পরিবার, এরা সবই নিষেধ করেছে। কাজেই এই জিনিস থেকে দূরে থাকুন। এর পরেও যদি আপনি এই কাজটি করতে চান নিজের ইচ্ছায় করুন, নিজের খুশিতে করুন। না বুঝে করে ফেলবেন না। সম্পূর্ণ বুঝেশুনে করুন ।
বিয়ের প্রলোভন, গভীর ভালোবাসা, অনেকদিনের সম্পর্ক, এগুলো কোন কারণ নয়, কোন অজুহাত নয়। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার একমাত্র কারণ হলো, আপনি ওই কাজটি করতে চান।
লেখাঃ মাহমুদ হুসেইন (কোরা থেকে প্রাপ্ত)