শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ব্যক্তিগত আক্রোশ থেকে। কারণ এইলন মাস্ক একজন ধান্দাবাজ মানুষ! টুইটার কেনার ঘোষনা ও চুক্তি করে জাস্ট নিজেকে ও নিজেকে প্রতিষ্ঠানকে ভাইরাল করতে চেয়েছিলো এবং করছেও! কারণ সে পরবর্তীতে টুটা কেনা থেকে পল্টি মারে! তাই টুটারের সিইও পরাগ ও অন্যরা মিরে মাস্কের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা করে! ধুন্দর মাস্ক দেখে যে টুইটার না কিনলে সে কেসে হেরে যাবে আর সাথে জরিমানাও গুনতে হবে যেটা তার ও তার কোম্পানীর রেপুটেশনের জন্য খুবই খারাপ! তাই সে বাধ্য হয়ে টুইটার কেনে বা বলতে পারেন পরাগের কেসের জন্য সে টুইটার কিনতে বাধ্য হয়! আর এজন্য তাকে ১৩ বিলিওন ডলার ঋণও করতে হয়! তাই সে টুইটার কেনার পর সঙ্গে সঙ্গে পরাগসহ আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ফারায় করে…!!!
ভালই লিখেছেন। আমারও এরকমই মনে হয়। 👍
এখানে মনে হওয়ার কিছু নাই। আমি যেগুলো বলছি সব সেগুল কোন অনুমান বা নিজস্ব মতামত নয়। সব গুলোই তথ্যই নিউজ পোর্টাল ও নিউজ চ্যানেল থেকে নেয়া। আমি জাস্ট এখানে সার্কাজম স্টাইলে উপস্থাপন করছি…