সকলে প্রশ্ন করে উত্তরের আশায়। আমি প্রশ্ন করি নিজের আনন্দে। কষ্টগুলো পোড়ায় যখন দুটি সন্তানের স্কুলে ভর্তির টাকা জোগার না হয়। খেয়ে ঘরভাড়া দেয়ার পর আর কত অবশিষ্ট থাকে। তার উপর বছর বছর এক স্কুলে এক ক্লাশ থেকে আরেক ক্লাসে উঠতে আবার ভর্তি। এ জুলুমের শেষ কোথায় বলতে পারেন? চারদিকে হাহাকারের যুগও কি এদের ঘুম ভাংগেনা। নিম্ন মধ্যবিত্ত একজন বাবার কাছে প্রতি বছর বাচ্চাদের স্কুলে ভর্তির টাকা যোগার কতটা কষ্টের তার খবর এদের কাছে নেই। তাহলে কার কাছে পাবো এর সদুত্তর বলতে পারেন।? ছেলেটা ক্লাস টু আর মেয়েটা ক্লাস ফাইভে প্রতি রাতে যখন বাসায় ফিরি ভর্তির জন্য হাজারটা প্রশ্নের সম্মুখিন। বাবা কবে ভর্তি করাবে স্কুলে? আমার অসহায়ত্বের কথা লুকিয়ে দির্ঘশ্বাস ফেলে বলি দেখি। নিরবে চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখেনা। বাচ্চাদের মতো আমিও ভাবি কাল নিশ্চয়ই হবে একটা ব্যাবস্থা। কিন্তু এই অনন্তকাল কবে শেষ হবে জানিনা। তাহলে কে জানে?
শেয়ার করুন