পৃথিবীতে একটি অদ্ভুত দ্বীপ রয়েছে খোনে কোনো বৃক্ষ নেই। নেই কোনো পশুপাখি। কোনো পশুপাখি এ দ্বীপে আসতে চায় না। দ্বীপটি কোথায় অবস্থিত এবং এর নাম কি?
Khandaker Ashaduzzamanসবজান্তা
পৃথিবীতে একটি অদ্ভুত দ্বীপ রয়েছে খোনে কোনো বৃক্ষ নেই। নেই কোনো পশুপাখি। কোনো পশুপাখি এ দ্বীপে আসতে চায় না। দ্বীপটি কোথায় অবস্থিত এবং এর নাম কি?
শেয়ার করুন
প্রশ্নটি অনেক চমকপ্রদ! কিন্তু দ্বীপটি নিয়ে বিশ্ববাসী অনেক বাড়াবাড়ি রকমের মিথ্যে কথা বলে। গুগল ঘাটলেই বাংলা সাইটগুলোর মিথ্যাচার আপনার মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট!
বাল্ট্রা দ্বীপ বা ইসলা বালত্রা গালাপাগোস দ্বীপপুঞ্জের অন্তর্গত ছোট দ্বীপ। গালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের গালাপাগোস প্রদেশের অন্তর্গত এবং দেশটির জাতীয় পার্ক সিস্টেমের অংশ। দ্বীপটি দক্ষিণ সিমুর (লর্ড হিউ সিমুর-এর নামে) নামেও পরিচিত।
প্রশ্নে বলা হয়েছে এই দ্বীপে কোন বৃক্ষ নেই। ভুল কথা। একজাতের ফণীমনসা এবং পালো সান্টো গাছে পরিপূর্ণ দ্বীপটি।
প্রশ্নে বলা হয়েছে কোন পশুপাখি এই দ্বীপে আসতে চায়না। ভুল! দ্বীপটি গালাপাগোস দ্বীপপুঞ্জ জাতীয় উদ্যানের অন্তর্গত। গালাপাগোস ইগুয়ানা নামে এক প্রজাতির সরিসৃপ একসময় এই দ্বীপে বসবাস করত এবং পরবর্তীতে তা বিলুপ্ত হয় যায়। তবে বর্তমানে আবার এই প্রজাতিটি দ্বীপে অবমুক্ত করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এয়ার ফোর্স বেস হিসাবে প্রতিষ্ঠিত হয়। পানামা খালকে সুরক্ষিত রাখা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার ক্ষেত্রে বাল্ট্রা দ্বীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুদ্ধের পর ইকুয়েডর সরকারের কাছে দ্বীপটি হস্তান্তর করা হয়। দ্বীপ বর্তমানে ইকুয়েডর সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মার্কিন ঘাঁটির কিছু স্থাপনা এখনও দ্বীপের কিছু কিছু অংশে দেখা যায়।
১৯৮৬ সাল পর্যন্ত দ্বীপের সিমুর বিমানবন্দরটি সমগ্র গালাপাগোস দ্বীপপুঞ্জের একমাত্র বিমানবন্দর ছিল। বর্তমানে গালাপাগোস দ্বীপপুঞ্জ দুটি মোট বিমানবন্দর রয়েছে; অন্য বিমানবন্দরটি সান ক্রিস্তোবাল দ্বীপে অবস্থিত। তবে কেবল সিমুর বিমানবন্দরেই দিন-রাত ২৪ ঘণ্টা সেবা পাওয়া যায়।
বাল্ট্রা দ্বীপে দু’টি ফেরিঘাট রয়েছে। পর্যটক আকর্ষণ ও অন্যান্য উদ্দেশ্যে ইকুয়েডর সরকার দ্বীপটির সার্বিক উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছে। তারমানে আপনিও ঘুরে আসতে পারেন কথিত রহস্যে ঘেরা বাল্ট্রা দ্বীপ থেকে।
তথ্যসূত্রঃ https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE_%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%AA
ধন্যবাদ!