পৃথিবী জুড়ে বৈজ্ঞানিকেরা এবং আমরা জনসাধারণও দৈর্ঘ্যের জন্য একটি এককই ব্যবহার করি- ‘মিটার’। কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন, কেন এতটুকু দৈর্ঘ্যকেই আমরা এক মিটার বলি, এর বেশিও না কমও না? অর্থাৎ মিটার কীভাবে মিটার হলো ?
Thank you for reading this post, don't forget to subscribe!?