অনেকের একটি সাধারণ সমস্যা হলো সারাদিন পড়ার টেবিলে বসে থাকলেও পরীক্ষার আগে পড়া ঠিকমতো মনে থাকে না।
পড়াশোনায় বেশি সময় দিলেই যে পরীক্ষায় ভালো করবেন, এই ধারণা ভুল। আপনার পড়ার ধরণের উপর নির্ভর করে পরীক্ষায় কতটা ভালো করবেন।
নিচের কৌশল গুলো আয়ত্ব করতে পারলে আপনি ভালো করতে পারেন এই আশা করাই যায়। তো জেনে নিন পড়া মনে রাখার সহজ ৭ টি উপায়।
-
যেকোন লেকচার খাতায় নোট করে রাখুন
-
বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিয়ে পড়ুন
-
পড়ার বিষয় বা সাবজেক্ট কল্পনায় এঁকে নিন
-
পড়া বিঘ্ন ঘটায় এমন জিনিসপত্র দূরে রাখুন
-
কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে পড়ুন
-
মনে রাখার জন্য সাংকেতিক ছন্দ ব্যবহার করুন
-
যা পড়লেন তা বার বার রিভিশন দিন
আশাকরি উপরের কৌশল গুলো প্রয়োগ করলে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। যদি উপরের কোন পয়েন্টের ব্যাখ্যা চান তাহলে নিচে মন্তব্য করুন।
ভালো লাগলে লাইক দিন। বন্ধুদের সাথে শেয়ার করুন।