ভূমি থেকে আলোর রেখা উঠে গেছে সোজা উপরে, আকাশের দিকে। এক রঙ নয়, কয়েক রঙের বর্ণিল এই উৎসব দেখা যায় মস্কোতে। প্রতিবছর অসংখ্য মানুষ দেখতে যায় এই যাদুর খেলা। প্রকৃতির এই মজার ক্রিয়াকে বলা হয় লাইট পিলার। সূর্যের আলো, চাদের আলো এমনকি শহরের বাতি থেকেও সৃষ্টি হতে পারে এমন আলোর রেখার। বায়ুমন্ডলে ভেসে বেড়ানো বরফ কণারা যারা অবস্থান করে আড়াআড়িভাবে তাদের মধ্য দিয়ে আলোর প্রতিফলন এই লাইট পিলারের তৈরি করে। সূর্যরশ্মি থেকে সৃষ্ট এধরণের পিলারকে বলে সান পিলার। আলোর এই খেলার দেখা মেলে তখনই যখন তাপমাত্রা থাকে হিমাংকের নিচে। কিন্তু প্রবল ঠান্ডা উপেক্ষা করেই ভিড় জমে দর্শনার্থীদের। এটি বিশ্বের কোথায় দেখা যায়?
Khandaker Ashaduzzaman সবজান্তা
ভূমি থেকে আলোর রেখা উঠে গেছে সোজা উপরে, আকাশের দিকে। এক রঙ নয়, কয়েক রঙের বর্ণিল এই উৎসব দেখা যায় মস্কোতে। প্রতিবছর অসংখ্য মানুষ দেখতে যায় এই যাদুর খেলা। প্রকৃতির এই মজার ক্রিয়াকে বলা হয় লাইট পিলার। সূর্যের আলো, চাদের আলো এমনকি শহরের বাতি থেকেও সৃষ্টি হতে পারে এমন আলোর রেখার। বায়ুমন্ডলে ভেসে বেড়ানো বরফ কণারা যারা অবস্থান করে আড়াআড়িভাবে তাদের মধ্য দিয়ে আলোর প্রতিফলন এই লাইট পিলারের তৈরি করে। সূর্যরশ্মি থেকে সৃষ্ট এধরণের পিলারকে বলে সান পিলার। আলোর এই খেলার দেখা মেলে তখনই যখন তাপমাত্রা থাকে হিমাংকের নিচে। কিন্তু প্রবল ঠান্ডা উপেক্ষা করেই ভিড় জমে দর্শনার্থীদের। এটি বিশ্বের কোথায় দেখা যায়?
শেয়ার করুন