মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র
বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইনের পাশাপাশি অফলাইনেও মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নাম্বার জানার সুযোগ করে দিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মেসেজ অপশন এর মাধ্যমে মোবাইলে জাতীয় পরিচয় পত্র নাম্বার জানতে হলে প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যান এবং টাইপ করুনঃ
NID<FormNo><DD-MM-YYYY> এবং সেন্ড করুন 105 নাম্বারে
জাতীয় পরিচয় পত্র যাচাই, আইডি কার্ড চেক করুন, জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
ধাপ ১ঃ
অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা আইডি কার্ড চেক করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন পরবে আপনার ভোটার নিবন্ধন ফরম পূরণ করার সময় নিচের কাটা অংশ বা স্লিপ, যেটি আপনাকে প্রদান করা হয়েছিলো। এই অংশটুকু প্রথমে আপনার সামনে নিয়ে রাখুন যেটি পরবর্তী ধাপে আপনার প্রয়োজন পরবে।
ধাপ ২ঃ
এরপরে আপনাকে প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে “আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি” তে ক্লিক করুন।
<a href=”https://services.nidw.gov.bd/”>বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট</a>
ধাপ ৩ঃ
এবার “ভোটার তথ্য” তে ক্লিক করুন এবং লগইন পেজে চলে যান।
ধাপ ৪ঃ
এবার আপনার ভোটার নিবন্ধনের স্লিপ নম্বর, জন্ম তারিখ, এবং ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে “ভোটার তথ্য দেখুন” এ ক্লিক করুন।
ধাপ ৫ঃ
“ভোটার তথ্য দেখুন” এ ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি ভোটারের নাম, এন আই ডি নাম্বার, ক্রমিক নাম্বার, ভোটারের এলাকাসহ ভোটারের জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।
ট্যাগ
services.nidw.gov.bd 2020, nid card bd 2020, bangladesh nid application system, bangladesh nid application, nidw.gov.bd 2020, http://www.services.nidw.gov.bd, nidw login, service.nidw.gov bd
আর উপরে দেখানো ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার ভোটার তথ্য অনলাইনে চেক/যাচাই করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র
ধাপ ১ঃ
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে চাইলে প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করুন, এবং “রেজিষ্টার” অপশনে ক্লিক করুন।
<a href=”https://services.nidw.gov.bd/”>বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট</a>
ধাপ ২ঃ
এবার ছবিতে দেয়া ধাপগুলো অনুসরণ করে “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” তে ক্লিক করুন।
ধাপ ৩ঃ
এবার আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ এবং ছবিতে প্রদর্শিত কোডগুলো দিয়ে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ
এবার পর্যায়ক্রমে স্থায়ী এবং বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার বিভাগ, জেলা, উপজেলা সঠিকভাবে নির্বাচন করুন এবং “পরবর্তী” বাটনটিতে ক্লিক করুন।
ধাপ ৫ঃ
এবার আপনার মোবাইল নাম্বারটি দিন এবং “বার্তা পাঠান” বাটনটিতে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
ধাপ ৬ঃ
এবার আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশন কোডটি এখানে দিন। তারপরে “বহাল” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান।
ধাপ ৭ঃ
এবার আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড সেট করুন এবং পরবর্তী ধাপের জন্য এগিয়ে যান।
ধাপ ৮ঃ
এবারের ধাপে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড দিন এবং আপডেটে ক্লিক করুন।
ঠিক তারপরেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এবং পরবর্তী ধাপে আপনাকে লগইন করতে হবে।
ধাপ ৯ঃ
এবার আপনার ভোটার আইডি কার্ড দেখতে চাইলে পুনরায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের হোমপেজে ফিরে যান এবং “লগইন” এ ক্লিক করুন।
ধাপ ১০ঃ
লগইনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে, এবার “লগইন করুন” বাটনটিতে ক্লিক করুন।
ধাপ ১১ঃ
এবার আপনার ইউজারনেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা সঠিকভাবে পূরণ করে লগইন করুন।
ধাপ ১২ঃ
লগইন হয়ে গেলে এবার আপনি এই পেজে পৌঁছে যাবেন, এই পেজে পৌঁছানোর পরে ডাউনলোডে ক্লিক করলেই আপনার জাতীয় পরিচয় পত্র এর অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।
আর এভাবেই আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক একই ভাবেই মোবাইলেও ভোটার আইডি চেক করতে পারবেন মোবাইলের যেকোনো ব্রাউজার মাধ্যমে।
ট্যাগ
bangladesh national id card free download, nid card online copy download 2020,
জাতীয় পরিচয় পত্র সংশোধন
জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন করার জন্য প্রথমে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে ভুল তথ্য পুনরায় সংশোধন এর জন্য আবেদন করতে হবে, এবং পর্যাপ্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অথবা অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও সংশোধন করতে পারবেন।
ট্যাগ
আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card check bangladesh bd, service.nidw
নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড
ইসির (নির্বাচন কমিশন) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) কর্মকর্তারা জানিয়েছেন, ভোটারদের একটি নির্দিষ্ট নির্বাচনী থানা রয়েছে।
বিতরণের সময় শেষ হলেও যারা স্মার্ট কার্ড তুলতে পারেননি তারা মূল আইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে ওই নির্বাচনী থানার কর্মকর্তার কাছে যেতে হবে।
ওই কর্মকর্তার স্বাক্ষর নিয়ে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউশনে। সেখানে দশ আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি দেয়ার পর দায়িত্বরতরা ফটোকপি করা আইডিতে লিখে দেবেন, দশ আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নেয়া হয়েছে। এরপর ওই কাগজ নিয়ে আবার যেতে হবে নিজ নিজ নির্বাচনী থানা অফিসে। সেখানে ফটোকপি ও আগের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্মার্ট কার্ড তুলতে হবে।
আর ঢাকা সিটি করপোরেশনের বাইরে অন্য সিটির ভোটাররা থানা নির্বাচনী অফিসে গেলেই জানতে পারবেন কোথায় আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি দিতে হবে।