অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক BRTA Online Driving Licence Check in BD – অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার প্রক্রিয়াঃ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিং এর কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই সেটা জেনে নিতে পাববেন। Online Driving Licবিস্তারিত পড়ুন
অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক
BRTA Online Driving Licence Check in BD – অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার প্রক্রিয়াঃ
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিং এর কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই সেটা জেনে নিতে পাববেন।
Online Driving Licence Check in BD
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL < Space>Reference no এবং মেসজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
উদাহরনঃ DL DM 3M0D5 । এরপর ফিরতি মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্টাটাস জানানো হবে।
ভুয়া ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় – Fake Driving Licence Bd
কিছু অসাধু মানুষের কারনে অনেক অদক্ষ চালক ভুয়া লাইসেন্স দিয়ে রাস্তায় যানবাহন চালানোর সুযোগ পেতো। কিন্তু এখন যে কেউ চাইলে লাইসেন্স যাচাই করে দেখতে পারবেন।
Fake Driving Licence Check in BD
ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করুন DL<Space>V<Space>Driving Licence Number লিখে ম্যাসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
উদাহরণঃ আপনি DK908CO09 ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে চান, তাহলে আপনার আপনার মেসেজে গিয়ে টাইপ করুন DL V DK908CO09 এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। পরবর্তী রিপ্লাই মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নম্বর, ড্রাইভারের নাম, লাইসেন্সের ধরন সহ বাকি বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।
Check Vehicle Registration Status Online – অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক
বাইকের রেজিস্ট্রেশন করার পর আপনার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কিনা সেটা জানতে আপনাকে আগে বিআরটিএ অফিসে যেতে হতো। কিন্তু এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার বাইকের ডিজিটাল প্লেটের অবস্থান চেক করতে পারেন।
ডিজিটাল নাম্বার প্লেটের অবস্থান জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP এবং মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্মার্টকার্ড রেডি হয়েছে কিনা সেটাও আপনি অনলাইনে জেনে নিতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP<Space>DRC লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
খুব সহজে অনলাইনে জেনে নিন বি আর টি এ রেজিস্ট্রেশন ফিঃ
অনলাইনে এখন থেকে আপনি আপনার বাইক অথবা গাড়ির সকল ফি জেনে নিতে পারবেন। তার জন্য আপনাকে,
- কম্পিউটার বা মোবাইল ব্রাউজার থেকে http://www.brta.gov.bd তে প্রবেশ করে “ফি ও ট্যাক্স” – ফি ক্যালকুলেটর পেজটি ওপেন করতে হবে।
- এই পেজ থেকে প্রয়োজন অনুয়ায়ী Renewal of Vehicle , Ownership Transfer fee , Vehicle Registration Fee , Driving License Fee নির্বাচন করুন।

- মোটরযানের রেজিস্ট্রেশন ফি এর পরিমান জানতে Vehicle Registration Fee তে ক্লিক করুন এবং প্রয়োজন অনুযায়ী মোটরযানের ধরন নির্বাচন করুন।
- এরপর নিদিষ্ট ঘরে প্রয়োজনীয় তথ্য টাইপ করুন
- এরপর ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় ফি স্কীনে দেখাবে।
এভাবেই আপনি ঘরে বসে আপনার সকল ডকুমেন্ট সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। আমরা সবাই জানি সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হতে চলেছে, তাই সব সময় BRTA Online Registration Check BD থেকে নিজের মোটরযানের সকল ডকুমেন্ট আপডেট রাখুন এবং নিরাপদে পথ চলুন।
তথ্যসূত্রঃ বাইক বিডি
সংক্ষেপে দেখুন













মরুভূমির বালু দিয়ে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা হয় না, কারণ, কনস্ট্রাকশন মজবুত হবে না। মরুভূমির বালু খুবই মসৃণ থাকে এবং অনেকটাই রাউন্ড শেপ হয়, যার ফলে, সিমেন্ট থাকা সত্বেও, জয়েন্ট শক্ত হবে না।স্ট্রং জয়েন্ট এর জন্য rough surface দরকার এবং কোণ থাকা দরকার, যাতে, পারস্পরিকভাবে দুটো তল মিশে যায় এবংবিস্তারিত পড়ুন
মরুভূমির বালু দিয়ে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা হয় না, কারণ, কনস্ট্রাকশন মজবুত হবে না। মরুভূমির বালু খুবই মসৃণ থাকে এবং অনেকটাই রাউন্ড শেপ হয়, যার ফলে, সিমেন্ট থাকা সত্বেও, জয়েন্ট শক্ত হবে না।স্ট্রং জয়েন্ট এর জন্য rough surface দরকার এবং কোণ থাকা দরকার, যাতে, পারস্পরিকভাবে দুটো তল মিশে যায় এবং মাঝখানে ফাঁক না থাকে, বায়ু যাতে চলাচল না করতে পারে, তাহলেই জয়েন্ট শক্ত হবে।মরুভূমির বায়ু angular shape না হওয়ার জন্যই এর দ্বারা মজবুত জয়েন্ট করা সম্ভব নয়।সেজন্য, নির্মাণ কাজে একে ব্যবহার করা হয় না।
সংক্ষেপে দেখুন