সাধারণ কিছু ভুল অভ্যাস রয়েছে আমাদের,
যা একটু ভিন্নভাবে ভাবলে চিন্তা-ভাবনায় অনেক পরিবর্তন এসে যাবে—
- খুব অল্প সময়েই একজনের সম্পর্কে জাজমেন্ট করে ফেলা, হয়তো তাকে ভাল করে চেনাই হয় নি।
- নিজের ভুল হয়েছে বোঝার পরও শুধুমাত্র ইগোর কারণে ‘স্যরি’ না হওয়া।
- জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যুক্তি দিয়ে না বুঝে আবেগ দিয়ে বোঝা।
- অন্যের শোনা কথায় আরেকজন সম্পর্কে বাজে ধারণা পোষণ করা, হয়তো সে এমন কিছু করেই নি।
- অথেনটিক তথ্য না থাকার পরও কারো সম্পর্কে তার পেছনে নেগেটিভ কথা বলা।
- নিজেকে অকারণেই অনেক বেশী বড় ভাবা, যে সবাই আমার পেছনে ঘোরে বা সবাই আমার কথামতো চলবে।
- কেউ গঠনমূলক সমালোচনা করলে সেটাকে অপমান হিসেবে নেয়া, পজিটিভ ভাবে নিতে না পারা।
- সবার থেকেই অতিরিক্ত প্রত্যাশা রাখা – সবাইকে আপন ভাবলেই সবাই আপন হয়ে যায় না।
- ভুল হচ্ছে জেনেও সেটা কন্টিনিউ করে যাওয়া।
- নিরপেক্ষ ভাবে ভাবতে না পারা যে, আমার জায়গায় অন্য কেউ এটা করলে আমার কেমন লাগতো।
- সবসময় নিজেকে সঠিক মনে করা।
- অন্যদের কাছে নিজেকে জাহির করার প্রচেষ্টা – আপনার ভেতর প্রতিভা থাকলে সেটা মানুষের চোখে এমনিই পড়বে।
- অন্যের সাথে নিজের তুলনা করা – আমরা সবাই আলাদা মানুষ, আমাদের সবার ভেতরেই আলাদা আলাদা গুণ রয়েছে।
- ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ভুল লোককে সাপোর্ট দেয়া, এটা জানার পরও যে সেই ব্যক্তি যা করছেন তা ঠিক নয়।
- সৎ থাকার চেয়ে সুবিধাবাদী হয়ে থাকাকে বেশী গুরুত্বপূর্ণ মনে করা।
- স্যাক্রিফাইস করতে না চাওয়া – সবকিছু আপনার মন মতো হবে না সব সময়, তাই কখনও কখনও ভাল কিছু পাওয়ারজন্য কিছু বিষয়ে ছাড় দিতেই হবে।
এভাবে ভাবতে শিখুন চিন্তা-ভাবনায় অনেক সুন্দর পরিবর্তন এসে যাবে।