পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? এটি থেকে লাভা নির্গত না হয়ে অন্য কিছু নির্গত হয়? সেটি কি?
Khandaker Ashaduzzamanসবজান্তা
পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? এটি থেকে লাভা নির্গত না হয়ে অন্য কিছু নির্গত হয়? সেটি কি?
শেয়ার করুন
প্রশান্ত মহাসাগরের মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হাওয়াই দ্বীপ গঠনের পাঁচটি আগ্নেয়গিরির মধ্যে একটি হলো মাউনা লোয়া। ভর এবং আয়তনের উভয়ের মধ্যে বৃহত্তম সাবআরিয়াল আগ্নেয়গিরি পৃথিবীর বৃহত্তম। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি, যার আয়তন আনুমানিক প্রায় ১৮ হাজার ঘন মাইল। এটি থেকে লাভা নির্গত হয়।
পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? এটি থেকে লাভা নির্গত না হয়ে অন্য কিছু নির্গত হয়? সেটি কি?
এমন কোন আগ্নেয়গিরি নেই যেটা থেকে লাভা বের হয়না। সকল সক্রিয় আগ্নেয়গিরি থেকেই লাভা বের হবে। যদি আপনি নির্ভরযোগ্য তথ্যসূত্র সহ এরকম কোন আগ্নেয়গিরি দেখাতে পারেন তাহলে আমি প্রথমে সেটা থেকে ঘুরে আসবো। এটা অবাস্তব প্রশ্ন।