ঢাকা বিশ্ববিদ্যালয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এটার না আছে কোন ক্যাম্পাস, না আছে বাউন্ডারি। মেধাবি ছাত্ররা এসে মেধা হারিয়ে ফেলে।ক্যাম্পাসে নীরবতা নেই,সারাদিন মোটরগাড়ি তে ভরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ পড়ানোর চেয়ে রাজনীতি করে বেশী। অনার্স মাস্টার্স পাশ করে পোলাপান টিচার হয়ে যায়, তারপর ক্লাসে গিয়ে চাপাবাজি করে। ভুয়া পিএইচডি ধারী টিচার আছে এখানে।
বিশ্ববিদ্যালয়ের খাবারের মান সবচেয়ে খারাপ। ডালে থাকে না কালাই, পাওয়া যায় তেলাপোকা।
হলে স্টুডেন্টরা গাদাগাদি করে সবচেয়ে নিম্নমানের জীবনযাপন করে।পৃথিবীর কোন দেশে এমন গণরুম আছে বলে জানা নেই।
যেখানে সেখানে প্রসাব করে লোকজন।ঢাকার কোন রিকসাওয়ালারা প্রসাব করতে দূর থেকে ঢাবিতে আসে।
এখন হয়েছে মেট্রোরেল,দেখা যাক এর প্রভাব কি হয়।
আমার দেখা সবচেয়ে জঘন্য পরিবেশ ঢাবির।