Diabetes রোগীরা ভুলেও খাবেন না কোন কোন সবজি ?
শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
ডায়াবিটিস একটি জটিলতম অসুখ। এই রোগকে নিয়ন্ত্রণে না রাখলে শরীরের একাধিক অঙ্গের ক্ষতি হতে পারে। তাই ডায়াবিটিস রোগীরা সুস্থ থাকার ইচ্ছে থাকলে অতি পরিচিত কিছু সবজি খাওয়ার লোভ সামলান। তাহলেই কিন্তু আপনার স্বাস্থ্যের হাল ফিরবে।
চিকিৎসকদের একাংশের কথায়, ভারতে ডায়াবিটিস প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই এই রোগে আক্রান্ত রোগীর খোঁজ মেলে।
যেসব সবজিতে রয়েছে বারণ
মনে রাখবেন, লাইফে ডায়াবিটিস ‘এন্ট্রি’ নিলে কিছু অত্যন্ত প্রিয় সবজিকে ‘এক্সিট’ দিতে হবে। তাহলেই আপনি সুস্থ-সবল জীবনযাপন করতে পারবেন। তাই আর দেরি না করে ঝটপট জেনে নিন সেসব সবজি সম্পর্কে যেগুলি ডায়াবেটিকদের জন্য় বিষের সমান।
আলু থেকে সাবধান…
ডায়াবিটিস রোগীরা যত দ্রুত সম্ভব আলুর থেকে দূরত্ব তৈরি করুন। কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্ব যা কিনা দেহে চটজলদি সুগার বাড়াতে পারে। এমনকী এনসিবিআই-এর এক গবেষণা জানাচ্ছে যে, আলুর জিআই ভ্যালু প্রায় ৮২। তাই আলু খেলে যে ওজন বাড়বেই, এটা সহজেই অনুমেয়।
মটরশুঁটি নয়
আপনার অতি প্রিয় মটরশুঁটিও কিন্তু বেশি খাওয়া চলবে না। কারণ এই সবজিতেও রয়েছে প্রচুর পরিমাণে কার্ব যা কিনা শরীরের হাল বেহাল করার কাজে সিদ্ধহস্ত। সুতরাং ডায়াবিটিস রোগীরা মটরশুঁটি এড়িয়ে চলার চেষ্টা করুন।
মিষ্টি আলুও নৈব নৈব চ…
অনেকেই মনে করেন, ডায়াবিটিসে বোধহয় মিষ্টি আলু খাওয়া উপকারী। তবে বিষয়টা একবারেই তেমন নয়। বরং মিষ্টি আলু খেলেও সুগার বাড়ার আশঙ্কা থাকে। তাই যত দ্রুত সম্ভব এই আলুর সঙ্গেও দূরত্ব বাড়ান।
কচু খেলেও ফেঁসে যাবেন
কচুর গ্লাইসেমিক লোড অনেকটাই বেশি। তাই এই মাটির নীচের সবজি খেলে যে রক্তে চটজলদি সুগারের মাত্রা বেড়ে যাবে, তা তো বলাই বাহুল্য! সুতরাং সুস্থ-সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে কচু খাওয়া ছাড়ুন।
ভেজিটেবল জুস খাবেন না
সবজির জুস খাওয়ার অভ্যাস রয়েছে কি? উত্তর হ্যাঁ হলে যে বড্ড মুশকিল মশাই! কারণ অতি উপকারী সবজির জুস করে খেলে তার ফাইবার অংশ নষ্ট হয়ে যাবে। ফলে সুগার বাড়বে দ্রুত গতিতে। তাই জুস করে সবজি খাওয়ার ভুলটা আর করবেন না।