আরও দামি হচ্ছে আইফোন, iPhone 15 সিরিজ লঞ্চের আগেই ফাঁস হল সম্ভাব্য দাম
চলতি বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল iPhone 14 সিরিজ। 2023 সালে iPhone 15 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Apple। ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। সব ঠিক থাকলে 2023 সালে বাজারে আসবে iPhone 15 সিরিজ। লঞ্চের প্রায় 10 মাস আগেই নতুন ফোনের দাম ফাঁস হল অনলাইনে। জানা গিয়েছে iPhone 14 সিরিজের থেকে বেশি দামে লঞ্চ হতে পারে iPhone 15 সিরিজের ফোনগুলি।
গত মাসে অনলাইনে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল 2023 সালে লঞ্চ হতে পারে iPhone 15 Ultra। কোম্পানির প্রিমিয়াম Pro Max সিরিজের নাম বদলে বাজারে আসতে পারে Ultra সিরিজের এই ফোন। জানা গিয়েছে iPhone 14 Pro Max সিরিজের থেকে 100 মার্কিন ডলার (প্রায় 8,200 টাকা) বেশি দামে লঞ্চ হতে পারে iPhone 15 Ultra।
Read More: how to record whatsapp video call with audio in android and iPhone
iPhone 15 সিরিজের সম্ভাব্য দাম
iPhone 15 সিরিজের টপ মডেলের দাম 1,299 মার্কিন ডলার (প্রায় 1,07,000 টাকা) পর্যন্ত যেতে পারে। যা iPhone 14 সিরিজের থেকেও 200 মার্কিন ডলার (প্রায় 16,500 টাকা) বেশি। আগে কখনও কোনও আইফোন লঞ্চের সময় আগের জেনারেশনের থেকে এতটা দাম বাড়ায়নি Apple।
জানা গিয়েছে iPhone 15 সিরিজের সবথেকে দামি ফোন হতে চলেছে iPhone 15 Ultra।
রিপোর্টে জানানো হয়েছে যন্ত্রাংশের দাম ক্রমাগত বাড়তে থাকার কারণে প্রতি বছর iPhone বিক্রি করে লাভের পরিমাণ কমছিল Apple – এর। তাই এক ধাক্কায় এতটা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে কুপার্টিনোর টেক সংস্থাটি। 1299 টাকা থেকে iPhone 15 Ultra-র দাম শুরু হতে পারে। টপ স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনের দাম হতে পারে 1,799 মার্কিন ডলার (প্রায় 1,49,000 টাকা)। ভারতে এই মডেলের দাম 2 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
iPhone 15 সিরিজের সম্ভাব্য ফিচার
জানা গিয়েছে iPhone 15 Ultra ফোনের বেস ভেরিয়েন্টে থাকবে 256 G স্টোরেজ। যদিও iPhone 14 Pro Max ফোনের বেস ভেরিয়েন্টে ছিল 128 GB স্টোরেজ। এছাড়াও iPhone 15 সিরিজে যুক্ত হতে পারে USB Type-C চার্জিং পোর্ট। ফলে ডেটা কেবেলের মাধ্যমে 40 Gbps পর্যন্ত ডেটা ট্রান্সফার হতে পারে। iPhone 15 Ultra-তে থাকবে iPhone 15 Pro-র থেকেও বড় স্ক্রিন।
Read More: Hackers are stealing years of call records from hacked cell network
Read More: https://bnknoworld18.blogspot.com/
Source: eisamay